Rohit Sharma: ৭৫ রানের মারকাটারি ইনিংস, ৩ বড় রেকর্ড রোহিত শর্মার ঝুলিতে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: প্রথম ম্যাচে ৫৭ ও তৃতীয় ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলেন হিটম্যান। দ্বিতীয় ম্যাচে করেন ১৪ রান। সিরিজে মোট ১৪৬ রান করে একাধিক নজির গড়েন রোহিত।
advertisement
1/6

অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রেখে অনবদ্য় ব্য়াটিং করেছেন রোহিত শর্মা। প্রথম ম্যাচে ৫৭ ও তৃতীয় ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলেন হিটম্যান। দ্বিতীয় ম্যাচে করেন ১৪ রান। সিরিজে মোট ১৪৬ রান করে একাধিক নজির গড়েন রোহিত।
advertisement
2/6
শনিবার তৃতীয় একদিনের ম্যাচে রোহিত ৭৩ বলে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৭টি চার ও ৩টি ছক্কায় সাজানো রোহিত শর্মার ইনিংস।
advertisement
3/6
রোহিত ও যশস্বী মিলে প্রথম উইকেটে ১৫৫ রানের জুটি গড়ে দলের জযের ভিত্তি নিশ্চিত করেন। জয়সওয়াল পরে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন এবং ২৭১ রানের লক্ষ্যে ভারতের সফল রান তাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
advertisement
4/6
ব্যক্তিগতভাবে রোহিতের জন্যও ম্যাচটি ছিল স্মরণীয়। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার ডেভিড ওয়ার্নারের রেকর্ডের সমান হন। পাশাপাশি তিনি বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে ঘরের মাঠে ৫০০০ ওডিআই রান পূর্ণ করেন।
advertisement
5/6
এদিন ভারতের জার্সিতে নিজের ৯৭তম ঘরের মাঠের ওডিআই খেলতে নেমে রোহিতের মোট রান পৌঁছায় ৫০১৩-তে। এই তালিকার শীর্ষে আছেন সচিন তেন্ডুলকার, যিনি ঘরের মাঠে ৬৭৯৬ রান করেছেন। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি, যার সংগ্রহ ৬৬২৭ রান।
advertisement
6/6
এছাড়া ঘরের মাঠে ওডিআই রানের তালিকায় পন্টিং, ক্যালিস, সাঙ্গাকারা, ধোনি, গাপটিল, গেইল ও রস টেলরের মতো তারকারাও রয়েছেন। সামনের বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে রোহিতের সুযোগ থাকবে পন্টিং ও ক্যালিসকে পেছনে ফেলার।