TRENDING:

'আমার কোনও দুঃখ নেই', স্ত্রীকে পাশে রেখে শিশুর মতো কাঁদলেন ফেডেরার

Last Updated:
Roger Federer: একমাত্র খেলার মাঠেই হয়তো এমন আবেগ সম্ভব! চিরপ্রতিদ্বন্দ্বীর অবসরের দিনে কেঁদে ফেললেন নাদালও।
advertisement
1/6
'আমার কোনও দুঃখ নেই', স্ত্রীকে পাশে রেখে শিশুর মতো কাঁদলেন ফেডেরার
পেশাদার কেরিয়ারের শেষ ম্যাচ। ম্যাচটা যদি জিততে পারতেন...! তবে আজ আর হার-জিতের ধার হয়তো ধারেননি রজার ফেডেরার। কারণ আজ তাঁকে হারিয়ে কেঁদে ফেলেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালও। শেষ ম্যাচে হেরেও জিতে গেলেন রজার।
advertisement
2/6
লেভার কাপে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন রজার ফেডেরার। তার পর অঝোরে কাঁদলেন। একেবারে শিশুর মতো। পাশে তখন দাঁড়িয়ে রজারের স্ত্রী। কেউ তাঁকে স্বান্তনা দিতে পারছেন না। শেষে রজার নিজেই যেন নিজেকে বোঝালেন-আমার কোনও দুঃখ নেই। এটা আনন্দের কান্না। আমি খুশি। যা পেয়েছি সব কিছুর জন্য খুব খুশি।
advertisement
3/6
লেভার কাপে জ্যাক সক ও ফ্রান্সেস টিয়াফো জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। যে জুটি একে অপরের বিরুদ্ধে লড়েছেন, এদিন তাঁরাই এক হয়ে লড়লেন। তবে কেরিয়ারের শেষ ম্যাচটা জিততে পারেননি রজার-নাদাল।
advertisement
4/6
গত বছর উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে হারের পর রজার ফেডেরারের ডান হাঁটুতে তিনটি অপারেশন করতে হয়েছিল। এর পরে তিনি কোর্টে ফিরতে পারছিলেন না। উইম্বলডন ম্যাচে তার সিঙ্গলস ম্যাচ হারের পর গুঞ্জন চলছিল, এবার হয়তো অবসর ঘোষণা করবেন ফেডেরার। সুইজারল্যান্ডের তারকা খেলোয়াড় গত সপ্তাহে ঘোষণা করেছিলেন তিনি লেভার কাপের পরে টেনিস থেকে অবসর নেবেন। এর পরে তিনি স্পষ্ট করেন, ডাবলস ম্যাচে তিনি শেষবারের মতো কোর্টে থাকবেন।
advertisement
5/6
স্ত্রীকে পাশে নিয়ে রজার এদিন বললেন, ও চাইলে আমাকে আরও আগে খেলা ছাড়ার কথা বলতে পারত। কিন্তু ও কখনও বলেনি। ও এই সিদ্ধান্ত আমার উপর ছেড়েছিল। আমার আত্মীয়, পরিজন, বন্ধু, সতীর্থ সবাইকে ধন্যবাদ। আজ শেষবার জুতোর ফিতে বাঁধলাম। হয়তো আরও অনেক কিছুই কেরিয়ারে শেষবার করলাম।
advertisement
6/6
রজার ফেডেরার তাঁর কেরিয়ারে ২০টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন, যার মধ্যে উইম্বলডনে ৮টি, অস্ট্রেলিয়ান ওপেন ছটি, ইউএস ওপেনে পাঁচটি এবং ফ্রেঞ্চ ওপেনে একটি রয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
'আমার কোনও দুঃখ নেই', স্ত্রীকে পাশে রেখে শিশুর মতো কাঁদলেন ফেডেরার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল