TRENDING:

Urvashi Rautela: আইপিএলে নেই পন্থ, ফ্যানেরা ঘটালেন এমন কাণ্ড, রেগে আগুন উর্বশী রাউতেলা

Last Updated:
Urvashi Rautela: ঋষভ পন্থ ও ঊর্বশী রাউতেলার সম্পর্কের জল্পনা নিয়ে একসময় কম জলঘোলা হয়নি। যদিও বর্তমানে তারা একপ্রকার প্রতীদ্বন্দ্বি। নানা বিষয়ে একে অপরকে আক্রমণও করেছেন পন্থ ও ঊর্বশী। এবার আইপিএলের মাঝেই রেগে লাল উর্বশী।
advertisement
1/6
আইপিএলে নেই পন্থ, ফ্যানেরা ঘটালেন এমন কাণ্ড, রেগে আগুন উর্বশী রাউতেলা
দু্র্ঘটনার কারণে এবার আইপিএলে নেই দিল্লি ক্যাপিটালসে তারকা উইকেট কিপার-ব্যাটার ঋষভ পন্থ। পন্থ না থাকলেও আই্পিএল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হচ্ছেন উর্বসী রাউতেলা।
advertisement
2/6
ঋষভ পন্থ ও ঊর্বশী রাউতেলার সম্পর্কের জল্পনা নিয়ে একসময় কম জলঘোলা হয়নি। যদিও বর্তমানে তারা একপ্রকার প্রতীদ্বন্দ্বি। নানা বিষয়ে একে অপরকে আক্রমণও করেছেন পন্থ ও ঊর্বশী।
advertisement
3/6
তবে আইপিএলে পন্থ না থাকলেও ফ্যানেরা ঘটলেন এমন কাণ্ড যার জন্য রেগে লাল বলিউড তরাক অভিনেত্রী। আর এই ঘটনায় জড়িয়ে গেল দিল্লি ক্যাপিটালস ক্রিকেটার অক্ষর প্যাটেলের নামও।
advertisement
4/6
একটি ভিডিও ভাইরাল হয়েছে দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচের সময়। যেখানে এক ফ্যান বাউন্ডারিতে ফিল্ডিং করা অক্ষর প্যাটেলের মাধ্যমে পন্থকে বার্তা দেওয়ার চেষ্টা করে। সেখানে উর্বশীর নাম করে পন্থকে উজ্জীবিত করার চেষ্টা করেন ওই ফ্যান।
advertisement
5/6
উর্বশী রাউতেলার নামও ভুল বলেন ওই দর্শক। ্'উর্বশী নুটেলা' বলেন তিনি। তাঁর কথা পৌঁছয় অক্ষরের কানেও। ভারতীয় দলের অলরাউন্ডারও তাঁর মুখে উর্বশীর নাম শুনে হেসে ফেলেন। নামের এমন ভুল উচ্চারন শুনে রেগে লাল হয়ে যান উর্বশী।
advertisement
6/6
সোশ্যাল মিডিয়া উর্বশী লেখেন, ‘‘আমার পদবি বিকৃত করা বন্ধ হোক। আমার কাছে এটার একটা মূল্য আছে। এই শব্দের একটা অর্থ রয়েছে। এই পদবির একটা শক্তি রয়েছে। এর সঙ্গে আশীর্বাদ রয়েছে। আমি এই বিষয়টা পছন্দ করছি না। এটা কোনও মজা নয়।’’
বাংলা খবর/ছবি/খেলা/
Urvashi Rautela: আইপিএলে নেই পন্থ, ফ্যানেরা ঘটালেন এমন কাণ্ড, রেগে আগুন উর্বশী রাউতেলা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল