Rishabh Pant Comeback: পন্থের মাঠে ফেরায় বড় ভূমিকা হবে কি দাদা-র, তবে ফিট হলেও দলে ফেরায় থাকছে কাঁটা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Rishabh Pant Comeback: দিল্লি ক্যাপিটাল্সের অনুশীলন ক্যাম্পে কি থাকবেন ঋষভ পন্থ? গাইডেন্স নেবেন দাদা ও পন্টিংয়ের?
advertisement
1/6

৩০ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ মারাত্মক দুর্ঘটনার শিকার হন। সেই ভয়ানক দুর্ঘটনার খবর এখনও সকলের স্মৃতিতে মনে রয়ে গেছে৷ তবে এবার আর সেই কালো দিন শেষের পথে৷ ধীরেধীরে পুরোপুরি ফিটনেসের দিকে এগিয়ে এসেছেন পন্থ৷
advertisement
2/6
ভারতীয় দল বর্তমানে বিশ্বকাপ খেলছে, যেখানে এটি এখনও পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া৷ সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে তারা৷ বিশ্বকাপের পরে, ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে হবে এবং এই সিরিজের পরে, ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে যেখানে তাকে তিনটি ফর্ম্যাটেই সিরিজ খেলতে হবে। ওয়াকিবহাল মহলের ধারণা সেই সিরিজের পরপরেই ঋষভ পন্থ ফের ভারতীয় দলে কামব্যাক করতে পারেন৷
advertisement
3/6
এদিকে সেরে ওঠার পথে ঋষভ পন্থ নাকি কলকাতাতে নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শেষপর্বের ফিটনেসে ফিরতে পারেন৷ আসলে বিশ্বকাপ শেষ হয়ে গেলে দিল্লি ক্যাপিটাল্সের একটি ক্যাম্প হতে পারে কলকাতার যাদবপুর ক্যাম্পাসের মাঠে৷ সেখানে সৌরভ -পন্টিংয়ের নজরদারিতে মাঠে নামতে দেখা যেতে পারে পন্থকে৷ এমনটাই একটি সংবাদমাধ্যম সূত্রে দাবি৷
advertisement
4/6
বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিকভারি প্রসেসের মধ্যে রয়েছেন৷ এনসিএ মেডিকেল টিমের মতে, আগামী বছরের জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে পন্থ টিম ইন্ডিয়াতে ফিরতে পারেন, তবে তাঁর প্রত্যাবর্তন সহজ হবে না। এর কারণ রয়েছে
advertisement
5/6
কারণ কেএল রাহুল দারুণ দায়িত্ব নিয়েছেন, এবং সেটা পালন করছেন৷ কে এল রাহুল উইকেটকিপারের দায়িত্ব পালন করার ফলে ভারত টিমের প্রয়োজনমতো একজন অতিরিক্ত বোলার কিম্বা ব্যাটসম্যান খেলাতে পারে৷ ভারতের টিম কম্বিনেশন এখন যে জায়গায় রয়েছে এবং যেভাবে জয়ের ধারা বজায় রাখা হয়েছে তাতে খুব খারাপ কারোর পারফরম্যান্স হলে তখনই টিম ম্যানেজমেন্ট ভাঙতে পারে এই নতুন কম্বিনেশন৷
advertisement
6/6
এদিকে এই মুহূর্তে পন্থ নাসার তৈরি করা অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিলে অনুশীলন করছেন৷ অল্টারজি অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিলে NASA-র পেটেন্ট ডিফারেনশিয়াল এয়ার প্রেশার (DAP) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীর প্রকৃত শরীরের ওজন অনুসারে একটি সঠিক বায়ু ক্রমাঙ্কন ব্যবস্থা নিযুক্ত করে। এই প্রযুক্তিটি অবিচ্ছিন্নভাবে মাধ্যাকর্ষণ লোড এবং সঠিক ১% বৃদ্ধিতে শরীরের ওজন কমাতে একটি চাপযুক্ত বায়ু চেম্বার ব্যবহার করে পুনর্বাসন এবং প্রশিক্ষণে একেবারে অন্য দিগন্ত আনে৷