Richa Ghosh In WBBL: বিগ ব্যাশ লিগে এবার শিলিগুড়ির রিচা ঘোষ, দেশের পঞ্চম ক্রিকেটার হিসাবে রেকর্ড বাঙালি কন্যার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Richa Ghosh: শিলিগুড়ির ১৭ বছরের এই বাঙালি কন্যা অস্ট্রেলিয়ায় অজিদের বিরুদ্ধে বুক চিতিয়ে ব্যাটিং করেছিলেন।
advertisement
1/5

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসাবে এবার বিগ ব্যাশে খেলার সুযোগ পেলেন শিলিগুড়ির রিচা ঘোষ। মেয়েদের ক্রিকেটে অনন্য রেকর্ডের সামনে বাঙালি কন্যা। বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেনসএ সই করলেন রিচা।
advertisement
2/5
এর আগে স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রাধা যাদব বিগ ব্যাশ লিগের দলে সই করেছেন। স্মৃতি মন্ধানা ও দীপ্তি গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্স-এর হয়ে খেলবেন। শেফালি, রাধাকে দেখা যাবে সিডনি সিক্সার্স-এর জার্সিতে।
advertisement
3/5
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেয়েদের সিরিজের প্রথম একদিনের ম্যাচে ২৯ বলে ৩২ রান করেছিলেন রিচা। যদিও ভারতীয় দল ম্যাচটা জেতার মতো জায়গায় গিয়েও হেরে যায়। সিরিজের দ্বিতীয় ম্যাচে রিচা ৫০ বলে ৪৪ রান করেছিলেন। ভারত ওই ম্যাচে করেছিল ২৭৪। তবে সেই ম্যাচেও হেরেছিল ভারত। তৃতীয় ম্যাচে রিচা খাতা খুলতে পারেননি। তবে সিরিজের শেষ ম্যাচে জিতেছিল ভারতীয় দল।
advertisement
4/5
অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে সাহসের সঙ্গে ব্যাটিং করেছিলেন শিলিগুড়ির ১৭ বছরের এই বাঙালি কন্যা। তাই বিগ ব্যাশ লিগের দল তাঁকে সই করানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
advertisement
5/5
ঘরোয়া ক্রিকেটের পরে আন্তর্জাতিক মঞ্চেও একের পর এক চোখ ধাধানো পারফরম্যান্স করেছে রিচা। এবার অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাশ খেলার সুযোগ তাঁকে আরও অভিজ্ঞ ও স্কিলফুল ব্যাটসম্যান করে তুলবে বলেই মনে করছে ক্রিকেটমহল।