Pakistan : বাংলাদেশ বিশ্বকাপ থেকে নাম তুলে নিলে পাকিস্তান কী করবে? সব ছক কষে নিয়েছে বাংলাদেশের 'ভাইজান'!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Icc vs BCB : জিও নিউজের মতে, বাংলাদেশ যদি তাদের অবস্থানে অনড় থাকে এবং টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, তা হলে পাকিস্তানও এই প্রতিযোগিতা বয়কট করতে পারে। তবে এই নিয়ে ফয়সালা আজই হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
1/6

শেষ পর্যন্ত পাকিস্তানকে পাশে পেয়ে গেল বাংলাদেশ! ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করার এক দিন পর, একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ যদি প্রতিবেশী দেশ ভারতে সফর না করে, তা হলে পাকিস্তান এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট বয়কট করার কথা বিবেচনা করছে।
advertisement
2/6
জিও নিউজের মতে, বাংলাদেশ যদি তাদের অবস্থানে অনড় থাকে এবং টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, তা হলে পাকিস্তানও এই প্রতিযোগিতা বয়কট করতে পারে। তবে এই নিয়ে ফয়সালা আজই হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
3/6
এর আগে টেলিকম এশিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো কোনওভাবেই তাদের বিবেচনায় নেই। “নীতিগত অবস্থান থেকে পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেছে। কারণ ভারতের দাবির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে নেওয়া হয়েছিল। কিন্তু একই কারণ দেখানো সত্ত্বেও বাংলাদেশের অনুরোধ গ্রহণ করা হয়নি, যা হতাশাজনক।”
advertisement
4/6
বুধবার আইসিসি বোর্ড বিসিবির অনুরোধের বিপক্ষে ভোট দেয় এবং জানায়, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টুর্নামেন্টের সূচিতে কোনও পরিবর্তন আনা হবে না। আইসিসি এক বিবৃতিতে জানায়, “বর্তমান পরিস্থিতিতে ম্যাচ স্থানান্তর করলে আইসিসি ইভেন্টগুলোর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হতে পারে।”
advertisement
5/6
এই বিষয়ে বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। তিনি পুরো পরিস্থিতি নিয়ে তাদের সরকারের অবস্থান জানাতে পারেন। একই সঙ্গে তিনি খেলোয়াড়দের মতামতও শুনবেন—যাদের মধ্যে বেশিরভাগই নাকি টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার পক্ষে রয়েছেন।
advertisement
6/6
বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কি না তা আজই জানা যাবে। আইসিসির ডেডলাইন মেনে বিসিবি-কে আজই নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে হবে। আর তার পরই জানা যাবে পাকিস্তান এই ব্যাপারে কোন অবস্থানে থাকে!