TRENDING:

Ind vs Eng Lords Test : জাদেজা লর্ডসে ডুবিয়ে দিল ভারতকে! বিরাট অভিযোগ কিংবদন্তি ক্রিকেটারের, হইচই পড়ে গেল

Last Updated:
Ravindra Jadeja Innings- অনিল কুম্বলেও এদিন বলেছেন, লর্ডস টেস্টের পরিস্থিতি অনুযায়ী আরও কিছুটা ঝুঁকি নিতে পারতেন রবীন্দ্র জাদেজা। তবেও তিনিও জাদেজার লড়াইকে খাটো করেননি। জাদেজার ৬১ রানের অপরাজিত ইনিংসের প্রশংসা করেছেন প্রায় সবাই।
advertisement
1/6
জাদেজা লর্ডসে ডুবিয়ে দিল ভারতকে! বিরাট অভিযোগ কিংবদন্তি ক্রিকেটারের, হইচই পড়ে গেল
মাত্র ২২ রানে হার। লর্ডস টেস্টের ক্ষত অনেকদিন মনে থাকবে ভারতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের। এই টেস্টে ভারতীয় দলের হয়ে রবীন্দ্র জাদেজার লড়াই অনেকের অনেকদিন মনে থাকবে। তবে জাদেজা শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেননি।
advertisement
2/6
জাদেজার একার লড়াই প্রশংসা পেয়েছে সবার। তবে একজন কিংবদন্তি ক্রিকেটার জাদেজার দোষ ধরছেন। তিনি মনে করছেন, লর্ডসে ভারতের ভরাডুবি হত না, যদি জাদেজা আরেকটু সাহস দেখাতে পারতেন!
advertisement
3/6
সুনীল গাভাসকর বললেন, লর্ডসে ৬০-৭০ রানের পার্টনারশিপ হলেই ম্যাচটা ঘুরে যেতে পারত। দ্বিতীয় ইনিংসে জাদেজা সেই সাহসটা দেখাতে পারত। ছোটখাটো সুযোগগুলো জাদেজার নেওয়া উচিত ছিল। জো রুট এবং শোয়েব বশিরের ওভারগুলোতে শুধু বড় শট খেলার চেষ্টা করছিল ও। তখন রান তোলা উচিত ছিল। যদিও সুনীল গাভাসকর এদিন জাদেজার লড়াইয়ের প্রশংসাও করেছেন।
advertisement
4/6
অনিল কুম্বলেও এদিন বলেছেন, লর্ডস টেস্টের পরিস্থিতি অনুযায়ী আরও কিছুটা ঝুঁকি নিতে পারতেন রবীন্দ্র জাদেজা। তবেও তিনিও জাদেজার লড়াইকে খাটো করেননি। জাদেজার ৬১ রানের অপরাজিত ইনিংসের প্রশংসা করেছেন প্রায় সবাই।
advertisement
5/6
ভারতীয় দলের ক্যাপ্টেন শুভমান গিল অবশ্য জাদেজার পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, জাদেজা যেভাবে টেলএন্ডারদের সঙ্গে নিয়ে ব্যাটিং করেছে তা দেখার মতো। আমরা চেয়েছিলাম, ও যেন দীর্ঘ সময় ধরে ব্যাটিং করে! তাতে ক্রমাগত রান হত, আর ইংল্যান্ডের উপর চাপ বাড়ত। কয়েকটা বাউন্ডারি এলে ম্য়াচের ফল অন্যরকম হতে পারত।
advertisement
6/6
জাদেজা এই ম্যাচে একার হাতেই লড়াই করেন। একটা সময় ভারতীয় দলের সমর্থকরা ভেবেছিলেন, ম্যাচটা হয়তো জিতেই যাবে টিম ইন্ডিয়া। কিন্তু শেষ পর্যন্ত ২২ রানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। আর এই হারের পর জাদেজার লড়াই নিয়ে প্রশংসা হচ্ছে চারপাশে।
বাংলা খবর/ছবি/খেলা/
Ind vs Eng Lords Test : জাদেজা লর্ডসে ডুবিয়ে দিল ভারতকে! বিরাট অভিযোগ কিংবদন্তি ক্রিকেটারের, হইচই পড়ে গেল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল