Virat Kohli: বিরাটকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী রবি শাস্ত্রীর! 'এমন' কাজ কোহলি কোনওদিন করবেন না!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
অনেকেই ভাবছেন, বিরাট কোহলি ক্রিকেট থেকে অবসরের পর আধ্যাত্মিকতার পথে হাঁটবেন। আর তার ইঙ্গিত তিনি নিজে দিয়েও রেখেছেন। বারবার কোহলিকে দেখা যাচ্ছে বৃন্দাবনে এক আশ্রমে।
advertisement
1/6

বিরাট কোহলি ও রোহিত শর্মার মত তারকারা টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন। অনেকে বলছেন, টেস্ট ক্রিকেট কিছুটা হলেও কৌলিন্য হারাবে। তবে রবি শাস্ত্রী এবার কোহলিকে নিয়ে যা বললেন, তাতে ক্রিকেটভক্তদের মন খারাপ আরও কিছুটা বাড়তে পারে।
advertisement
2/6
অনেকেই ভাবছেন, বিরাট কোহলি ক্রিকেট থেকে অবসরের পর আধ্যাত্মিকতার পথে হাঁটবেন। আর তার ইঙ্গিত তিনি নিজে দিয়েও রেখেছেন। বারবার কোহলিকে দেখা যাচ্ছে বৃন্দাবনে এক আশ্রমে। সস্ত্রীক সেখানে শান্তির খোঁজে যাচ্ছেন তিনি। এবার সেই দাবিকেই কিছুটা হলেও মান্যতা দিলেন রবি শাস্ত্রী।
advertisement
3/6
ভারতীয় ক্রিকেটে রবি শাস্ত্রীর সঙ্গে কোহলির সখ্যতার কথা সাধারণ সমর্থকরা জানেন। অনেকেই জানেন, শাস্ত্রীর সঙ্গে কোহলির মাঠের বাইরেও সুসম্পর্ক রয়েছে। আর তাই কোহলি সম্পর্কে তিনি যা বলেন, তার অনেকটাই মিলতে পারে বলে মনে করেন অনেকে।
advertisement
4/6
রবি শাস্ত্রী বলছেন, বিরাট কোহলি আপাতত একদিনের ক্রিকেট খেলবেন। ক্রিকেটের এই ফরম্যাটে নিজের সেরাটা দেবেন কোহলি। তবে রবি শাস্ত্রী আরও একটি ভবিষ্যদ্বাণী করেছেন কোহলির অবসর জীবন নিয়ে। আর সেটাই এখন সব থেকে বড় চমক।
advertisement
5/6
শাস্ত্রী বলেছেন, কোহলি একবার যদি ক্রিকেটকে বিদায় জানায় তা হলে ও ক্রিকেটের দিকে ফিরেও তাকাবে না। এমনকী কোহলিকে আর কখনও কোচিং বা ধারাভাষ্যেও দেখা যাবে না। ভারতীয় দলে কোহলির মেন্টর হিসেবে পরিচিত শাস্ত্রী। তাঁর এই ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না তা এখন দেখার।
advertisement
6/6
শাস্ত্রী বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কোহলিকে মিস করব। তবে আমি নিশ্চিত ক্রিকেট একবার ছাড়লে ও আর ফিরবে না। ব্রডকাস্ট-এর সঙ্গে যুক্ত হবে, কোহলি এমন মানুষ নয়। ও পরিবার ও অন্য কিছু নিয়েই থাকবে বলে আমার মনে হয়।