দুই অসাধারণ সুন্দরী নায়িকার বয়ফ্রেন্ড! চাইলেও বিয়ে হয়নি, 'প্রেমিক' রবি শাস্ত্রীর অজানা গল্প
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ravi Shastri relation gossip- জানা গিয়েছিল, রবি শাস্ত্রী একটি শর্ত দিয়েছিলেন অমৃতাকে। তিনি নাকি অমৃতাকে বলেছিলেন, বিয়ের পর তাঁকে অভিনয় ছাড়তে হবে। সেই কথা মেনে নিতে পারেননি অমৃতা।
advertisement
1/6

বলিউডের সাহসী অভিনেত্রীদের একজন ছিলেন অমৃতা সিং। ১৯৮৩ সালে সানি দেওলের বিপরীতে 'বেতাব' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অমৃতা। সেই থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়। এদিকে, ভারতীয় দলের ক্রিকেটার রবি শাস্ত্রী তখন ডাকাবুকো। তাঁদের দুজনের প্রেমের কথা অনেকেরই জানা।
advertisement
2/6
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল। রবি শাস্ত্রী ও অমৃতাকে একটি ম্যাগাজিনের কভার পেজের ফটোশুটে দেখা হয়েছিল। সেই থেকেই আলাপ। তার পর প্রেম। তবে সেই সময় প্রেম লুকিয়ে রাখা ছিল খুব কঠিন ব্যাপার।
advertisement
3/6
রবি শাস্ত্রী ও অমৃতা সিং সম্পর্কটা নিয়ে সিরিয়াস ছিলেন। ৮৬ সালে একটি ম্যাগাজিনের ফ্রন্ট হয়ে নিজেদের প্রেমের কথা স্বীকার করেছিলেন তাঁরা। দুজন বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন। জানা যায়, দুই পরিবারের তরফেও এই সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল। তবুও শেষমেশ সম্পর্কটা টেকেনি।
advertisement
4/6
জানা গিয়েছিল, রবি শাস্ত্রী একটি শর্ত দিয়েছিলেন অমৃতাকে। তিনি নাকি অমৃতাকে বলেছিলেন, বিয়ের পর তাঁকে অভিনয় ছাড়তে হবে। সেই কথা মেনে নিতে পারেননি অমৃতা। তার পরই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন বলে ঠিক করেন। রবি শাস্ত্রী ও অমৃতা সিংয়ের সম্পর্কের গুঞ্জন চলেছিল বহুদিন। তবে আত্মসম্মান বোধ থেকে শেষ পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান অমৃতা।
advertisement
5/6
‘বেখুদি’ ছবির সময় সঈফ আলি খানের সঙ্গে দেখা হয় অমৃতার। সঈফ তাঁর চেয়ে ১২ বছরের ছোট ছিলেন। কিন্তু তাতে কোনও সমস্যা হয়নি। ১৯৯১ সালে দুজনেই গোপনে বিয়ে করেন। ২০০৪ সালে দুজনেই অবশ্য আলাদা হয়ে যান। এর পর কারিনা কাপুরকে বিয়ে করেন সঈফ। অমৃতা এখন সারা ও ইব্রাহিমকে নিয়ে থাকেন। ওদিকে, রবি শাস্ত্রীও তার পর বিয়ে করে নেন।
advertisement
6/6
সেই সম্পর্ক ভাঙার অনেক বছর পর আবার আরেক বলিউড অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায় রবি শাস্ত্রীর। সেই অভিনেত্রী নিমরত কউর। শোনা যায়, একটি শোরুম উদ্বোধনে গিয়ে দুজনের আলাপ। তার পর সেই সম্পর্কও গড়িয়েছিল কিছু দূর।