Ranji Trophy Final 2023: রঞ্জি ফাইনালে বাংলার ব্যাটিং বিপর্যয়, পরপর উইকেট হারিয়ে চাপে মনোজরা
- Published by:Sudip Paul
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Ranji Trophy Final 2023: ইডেন গার্ডেন্সে শুরু হল বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির মেগা ফাইনাল। ফাইনালে টস ভাগ্য সাথ দিল না বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারির।
advertisement
1/6

ইডেন গার্ডেন্সে শুরু হল রঞ্জি ট্রফির ফাইনাল। মেগা ফাইনালে টস ভাগ্য সাথ দেয়নি বাংলা অধিনায়ক মনজো তিওয়ারির। টস জিতে বাংলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট।
advertisement
2/6
ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার হয়ে অভিষেক হল তরুণ ওপোনার সুমন্ত গুপ্তর। ১৯৮৯-৯০ সালের রঞ্জি ফাইনালে বাংলার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সুমন্ত।
advertisement
3/6
বাংলার প্রথম একাদশে রয়েছেন, অভিমন্যু ঈশ্বরন, সুমন্ত গুপ্ত, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (ক্যাপ্টেন), শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), আকাশ ঘটক, আকাশ দীপ, মুকেশ কুমার ও ইশান পোড়েল।
advertisement
4/6
সৌরাষ্ট্রের প্রথম একাদশে রয়েছেন, হার্ভিক দেশাই (উইকেটকিপার), বিশ্বরাজ জাদেজা, জয় গোহিল, শেল্ডন জ্যাকসন, অর্পিত বাসবদা, চিরাগ জানি, প্রেরক মানকড়, ধর্মেন্দ্রসিং জাদেজা, জয়দেব উনাদকাট (ক্যাপ্টেন), চেতন সাকারিয়া ও পার্থ ভাট।
advertisement
5/6
রঞ্জি ফাইনাল উপলক্ষ্যে ইনেডেন আমন্ত্রণ জানানো হয়েছে ১৯৮৯-৯০ সালে বাংলার রঞ্জি জয়ী দলের সদস্যদের। এদিন ইডেনে ঘণ্টা বাজিয়ে ফাইনাল ম্যাচ শুরু করেন বাংলার প্রাক্তন রঞ্জি জয়ী অধিনায়ক সম্বোরণ বন্দোপাধ্যায়।
advertisement
6/6
ইনিংসের শুরুটা ভালো হল না বাংলা দলের। একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলা। শেষ আপডেট পর্যন্ত প্রথম ৫ ওভারে ১৭ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলা। সাজঘরে ফেরত গিয়েছে সুমন্ত গুপ্ত, অভিমুন্য ঈশ্বরন, সুদীপ ঘরামি ও মনোজ তিওয়ারি।