Ranji Trophy Final 2023: উনাদাকাট-সাকারিয়ার আগুনে স্পেল, লাঞ্চের আগেউ ৬ উইকেট হারাল বাংলা
- Written by: ERON ROY BURMAN
- Published by:Sudip Paul
Last Updated:
Ranji Trophy Final 2023: ইডেন গার্ডেন্সে শুরু বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির মেগা ফাইনাল। ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং ভরাডুবি বাংলা ক্রিকেট দলের।
advertisement
1/6

রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনের প্রথম সেশনেই বিশাল চাপে বাংলা। প্রথমে টস ভাগ্য সঙ্গ দেয়নি মনোজ তিওয়ারির। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। ব্যাট করতে নেমে বাংলার ব্যাটিং ভরাডুবি।
advertisement
2/6
রঞ্জি ফাইনাল উপলক্ষ্যে ইনেডেন আমন্ত্রণ জানানো হয়েছে ১৯৮৯-৯০ সালে বাংলার রঞ্জি জয়ী দলের সদস্যদের। এদিন ইডেনে ঘণ্টা বাজিয়ে ফাইনাল ম্যাচ শুরু করেন বাংলার প্রাক্তন রঞ্জি জয়ী অধিনায়ক সম্বোরণ বন্দোপাধ্যায়।
advertisement
3/6
টস হেরে ব্যাট করতে নেমেই শুরু থেকে ধস নামে বাংলার ব্যাটিং অর্ডারে। জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়ার দাপটে ৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলা। চতুর্থ উইকেট পড়তেও বেশি সময় লাগেনি।
advertisement
4/6
৩৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে বাংলা। সাজঘরে ফেরত যায় বাংলার পুরো ব্যাটিং টপ অর্ডার। অভিমুন্য ঈশ্বরন, ফাইনালে অভিষেক হওয়া সুমন্ত গুপ্ত, সুদীপ ঘরামি, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার সকলেই ব্যর্থ হন।
advertisement
5/6
কিছুটা লড়াই করার চেষ্টা করেন শাহবাজ আহমেদ ও আকাশ ঘটক। দুজন মিলে জুটিতে ৩১ রান যোগ করে। ৬৫ রানে ষষ্ঠ উইকেট পড়ে বাংলার। ১৭ রান করে আউট হন চেতেন সাকারিয়া। একদিক থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন শাহবাজআহমেদ। সঙ্গে রয়েছেন অভিষেক পোড়েল।
advertisement
6/6
লাঞ্চ পর্যন্ত বাংলার স্কোর ৭৮ রানে ৬ উইকেট। ক্রিজে রয়েছেন ২৬ রানে শাহবাজ আহমেদ ও ৫ রানে অভিষেক পোড়েল। সৌরাষ্ট্রের হয়ে ৩টি উইকেট নিয়েছেন চেতন সাকারিয়া, ২টি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট একটি উইকেট নিয়েছেন চিরাগ জানি।