Cricket news: বৃষ্টিতেও খেলা হবে! সব রকম আবহাওয়ার জন্য তৈরি হচ্ছে বিশেষ ক্রিকেট স্টেডিয়াম
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Cricket stadium: বৃষ্টি ক্রিকেটের জন্য বড় বালাই। এবার তাই আবহাওয়র কথা মাথায় রেখেই বিশেষ স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।
advertisement
1/5

বৃষ্টি ক্রিকেটের জন্য বড় বালাই। একটু বৃষ্টি হলেই বন্ধ করে দিতে হয় খেলা, তার পরে কখনও ওভার কমে যায় তো কখনও ভেস্তে যায় গোটা ম্যাচ। এ ছাড়াও পিচ এবং মাঠের আউটফিল্ডও বদলে দেয় আবহাওয়া, সে রোদ, বৃষ্টি, ঝড় যা-ই হোক।
advertisement
2/5
অনেক সময় এই নিয়ে আয়োজকদেরও চাপে পড়তে হয়। বিশেষ করে আইসিসির টুর্নামেন্টগুলিতে বৃষ্টির জেরে ম্যাচের ভাগ্য বদলে যাওয়ার ঘটনা নতুন নয়।
advertisement
3/5
এবার তাই আবহাওয়র কথা মাথায় রেখেই বিশেষ স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। অস্ট্রেলিয়ার টাসমানিয়াতে এই বিশেষ ধরনের স্টেডিয়াম তৈরি করা হবে। জানা গিয়েছে ছাদটি সম্পূর্ণ স্বচ্ছ হবে, যার ফলে দিনের বেলা সূর্যের আলোতেও খেলা যাবে। শুধু তাই নয়, যে কোনও ঋতুতেই এই স্টেডিয়ামে খেলা যাবে।
advertisement
4/5
অস্ট্রেলিয়ার এই বিশেষ স্টেডিয়ামটি সম্পূর্ণ কাঠ এবং ইস্পাদ দ্বারা নির্মিত হবে। স্টেডিয়ামটিতে প্রায় ২৩ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।
advertisement
5/5
শুধু তাই নয়, ক্রিকেটে অনেক সময় বল ব্যাটে লেগে খুব উঁচুতে উঠে গেলে ছাদে লাগার সম্ভাবনা থাকে। বলটি ডেড হয়ে যায়। সেই সমস্য়াও টাসমানিয়ার এই স্টেডিয়ামে থাকবে না, কারণ স্টেডিয়ামটির ছাদ মাটি থেকে প্রায় ৫১ মিটার উঁচু। স্টেডিয়ামটির নাম ম্যাক পয়েন্ট মালটিপারপাস স্টেডিয়াম, নির্মাণকাজ সম্পূর্ণ হলে বদলে যেতে পারে ক্রিকেটের ইতিহাস।