Sourav Ganguly On Rahul Dravid: সেই পুরনো জুটি আবার! দ্রাবিড় কোচ হওয়ায় সৌরভ কী বললেন জানেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sorav Ganguly On Coach Raul Dravid: দ্রাবিড় আর সৌরভের জুটি আবার। প্রিয় বন্ধু কোচ হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, তিনি এখন কী স্বপ্ন দেখছেন!
advertisement
1/6

সেই পুরনো জুটি আবার! সেই পুরনো জুটি যা ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহওয়াগ, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকরদের নিয়ে গড়া ভারতের সেই স্বপ্নের টিম। আরও একবার সৌরভ-দ্রাবিড়ের জুটি দেখবে ভারতীয় ক্রিকেট।
advertisement
2/6
রবি শাস্ত্রীর জায়গায় ভারতীয় দলের কোচ কে, তা নিয়ে জল্পনা ছিল। দু-একবার রাহুল দ্রাবিড়ের নাম ভেসে ওঠে। তবে পরবর্তীকালে জানা যায়, দ্রাবিড় ভারতীয় সিনিয়র দলের কোচ হওয়ার ব্য়াপারে আগ্রহী হন। শেষমেশ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বারবার অনুরোধ আর ফেরাননি জ্যামি।
advertisement
3/6
রবি শাস্ত্রীর কোচ হিসাবে মেয়াদ শেষ হয়েছিল। জানা গিয়েছিল, শাস্ত্রী নিজেও ভারতীয় দলের কোচ হিসাবে মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহ দেখাননি। এদিকে বিসিসিআই-ও শাস্ত্রীর বিকল্প খুঁজতে নেমে পড়েছিল।
advertisement
4/6
দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এমনটা তো হওয়ারই কথা। ক্রিকেট জীবন শেষ হওয়ার পর কোচ হিসাবেও দারুন সফল দ্রাবিড়। এনসিএ-তে তিনি একের পর এক তরুণ তারকাকে তৈরি করেছেন নিজের হাতে। তারা প্রত্যেকে আন্তর্জাতিক মঞ্চে দাপিয়ে খেলেছেন।
advertisement
5/6
সৌরভ বলেছেন, দ্রাবিড়কে কোচ হিসাবে নিয়োগ করে বিসিসিআই গর্বিত। ওর ক্রিকেট কেরিয়ার অসাধারণ। এনসিএ-এর হয়েও দারুন কাজ করেছে। ওর হাতে একের পর এক ক্রিকেটার তৈরি হয়েছে। তারা প্রত্যেকে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করেছে। আশা করছি দ্রাবিড়ের হাত ধরে ভারতীয় ক্রিকেট আবার অন্য উচ্চতায় পৌঁছে যাবে।
advertisement
6/6
দ্রাবিড় অবশ্য খুব বেশি কথা বলার মানুষ নন। তিনি কোচের দায়িত্ব নিয়ে শুধু বলেছেন, শাস্ত্রীর ভাল কাজের ধারা তিনি এগিয়ে নিয়ে যেতে চান।