মাঠে নেমে নিজের জাত চেনালেন রোনাল্ডো ! শেষ ষোলোয় পর্তুগালও
Last Updated:
পাঁচবারের সাক্ষাতে হাঙ্গেরির বিরুদ্ধে কোনওদিন হারেনি পর্তুগাল ৷ এবারও সেই রেকর্ড বজায় থাকল ৷ গ্রুপ লিগের তৃতীয় ম্যাচেও ড্র করে শেষ ষোলোয় পৌঁছল পর্তুগাল ৷
advertisement
1/11

সমস্ত বিতর্ক দূরে সরিয়ে তিনিই ফিরে এলেন সুপারম্যানের মতো। আরও একবার ত্রাতা হিসাবে পর্তুগালকে তুলে নিয়ে গেলেন শেষ ষোলোয়। তিনি— ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
advertisement
2/11
রুদ্ধশ্বাস একটি ম্যাচ উপহার দিলেন দু’দলই ৷ আগে একটি ম্যাচ জিতে থাকায় ম্যাচ ড্র করেও এদিন শেষ ষোলোয় চলে গেল হাঙ্গেরি ৷ অন্যদিতে গ্রেস মার্ক নিয়ে প্রি-কোয়ার্টারে রোনাল্ডোর পর্তুগাল ৷
advertisement
3/11
রোনাল্ডোর প্রথম গোল ৷ ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্ধর্ষ গোলের পর সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মাতলেন সিআরসেভেন ৷
advertisement
4/11
আরও একটা গোল করে ফেলল হাঙ্গেরি !! রাগে, মেজাজ হারালেন রোনাল্ডো
advertisement
5/11
পাঁচবারের সাক্ষাতে হাঙ্গেরির বিরুদ্ধে কোনওদিন হারেনি পর্তুগাল ৷ এবারও সেই রেকর্ড বজায় থাকল ৷ গ্রুপ লিগের তৃতীয় ম্যাচেও ড্র করে শেষ ষোলোয় পৌঁছল পর্তুগাল ৷ ম্যাচে হল ছ’ছ’টি গোল !
advertisement
6/11
রোনাল্ডোর দ্বিতীয় গোল !! এবার হেডে ৷ নানির সঙ্গে সেলিব্রেশনে সিআরসেভেন
advertisement
7/11
বিতর্ক দিয়েই শুরু হয়েছিল তাঁর ইউরো কাপ অভিযান। প্রথমে আইসল্যান্ড দলের প্রতি তাঁর অবমাননাকর মন্তব্য নিয়ে উত্তাল হয়ে উঠেছিল ফুটবলবিশ্ব। এমনকী, বুধবার হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচে নামার আগে নিজের দেশেরই সাংবাদিকদের মাইক্রোফোন জলে ফেলে দিয়ে বিতর্ক আরও খুঁচিয়ে দিয়েছিলেন তিনি। যা নিয়ে ম্যাচ খেলতে নামার আগে বিবৃতিও দিতে হয়েছিল কোচ ফার্নান্দো স্যান্টোসকে। কিন্তু সমস্ত বিতর্ক দূরে সরিয়ে তিনিই ফিরে এলেন সুপারম্যানের মতো।
advertisement
8/11
গোলের পর উচ্ছ্বাস হাঙ্গেরির অধিনায়কের....
advertisement
9/11
ম্যাচের ফল ৩-৩। ‘এফ’ গ্রুপ থেকে তৃতীয় সেরা দল হিসাবে পর্তুগাল নক-আউট পর্বে খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। কিন্তু তার আগে বুধবার জোড়া গোলে ফেরা রোনাল্ডো যেন বাড়তি অক্সিজেন জুগিয়ে দিয়ে গেলেন শিবিরে। প্রথম ফুটবলার হিসাবে টানা চারটি ইউরো কাপে গোল করে তিনি গড়লেন নতুন কীর্তি। ম্যাচে পিছিয়ে থাকা পর্তুগালকে লড়াই করলেন নিজে গোল করে।
advertisement
10/11
শেষ ষোলোয় উঠে উচ্ছ্বাস হাঙ্গেরি দলের ....
advertisement
11/11
গোল খাওয়ার পর মাথায় হাত পর্তুগাল কোচের....