TRENDING:

Neeraj Chopra Silver: সোনা হাতছাড়া ! ইতিহাস লিখে নীরজের সোনা ছিনিয়ে নিলেন বন্ধু আর্শাদ নাদিম

Last Updated:
Neeraj Chopra wins Javelin Silver: এদিনের ইভেন্টে চমকে দিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম ৷ অলিম্পিক্স রেকর্ড গড়ে ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জিতলেন তিনি। শেষ থ্রো-টাও করলেন ৯১.৭৯ মিটার। ১৯৯২ সালের পর থেকে অলিম্পিক্সে কোন পদক ছিল না পাকিস্তানের। ৩২ বছর পর পদক এল তাদের। তাও সোনা ৷
advertisement
1/5
সোনা হাতছাড়া ! ইতিহাস লিখে নীরজের সোনা ছিনিয়ে নিলেন বন্ধু আর্শাদ নাদিম
এবারের অলিম্পিক্সে সোনা আর হল না ভারতের। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়া রুপো জিতলেন প্যারিস অলিম্পিক্সে। বছরের সেরা এবং কেরিয়ারের দ্বিতীয় সেরা থ্রো করেও অধরা নীরাজের। ৮৯.৪৫ মিটার জ্যাভলিন থ্রো করে রুপো জয়। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ভারতের নীরজ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশের জন্য দ্বিতীয় পদক জিতলেন। এদিনের ইভেন্টে চমকে দিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম ৷ অলিম্পিক্স রেকর্ড গড়ে ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জিতলেন তিনি। শেষ থ্রো-টাও করলেন ৯১.৭৯ মিটার। ১৯৯২ সালের পর থেকে অলিম্পিক্সে কোন পদক ছিল না পাকিস্তানের। ৩২ বছর পর পদক এল তাদের। তাও সোনা ৷ Photo: AP
advertisement
2/5
এদিনের ইভেন্টে চমকে দিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম ৷ অলিম্পিক্স রেকর্ড ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জিতলেন তিনি। শেষ থ্রো-টাও করলেন ৯১.৭৯ মিটার। ১৯৯২ সালের পর থেকে অলিম্পিক্সে কোন পদক ছিল না। ৩২ বছর পর পদক এল পাকিস্তানের। তাও সোনা ৷ Photo: AP
advertisement
3/5
৭ অগাস্ট, ২০২১। টোকিও অলিম্পিক্স। জ্যাভলিনের ফাইনাল শুরু হওয়ার আগে কেউ হয়তো ভাবেননি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনও ভারতীয় সোনা জিততে পারেন। সেটাই করে দেখিয়েছিলেন নীরজ। ৮৭.৫৮ মিটার ছুঁড়ে সোনা জিতেছিলেন তিনি। ঠিক তিন বছর পরে সেই একই কীর্তি আবার করার সুযোগ ছিল নীরজের সামনে। যোগ্যতা অর্জন পর্বে সকলের থেকে বেশি ছুড়েছিলেন নীরজ। কিন্তু ফাইনালে পারলেন না। হয়তো প্রত্যাশার চাপ সামলাতে পারলেন না। Photo: AP
advertisement
4/5
স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে পরপর দুটি অলিম্পিক্সে সোনা ও রুপো জেতার নজির গড়লেন নীরজ। সুশীল কুমার কুস্তিতে পরপর দুটি অলিম্পিক্সে ২০০৮ ও ২০১২ সালে পদক জিতেছেন। তবে একটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। Photo: AP
advertisement
5/5
রুপো জেতার পরে নিজেদের এক্স হ্যান্ডলে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Photo: AP
বাংলা খবর/ছবি/খেলা/
Neeraj Chopra Silver: সোনা হাতছাড়া ! ইতিহাস লিখে নীরজের সোনা ছিনিয়ে নিলেন বন্ধু আর্শাদ নাদিম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল