TRENDING:

Pakistan's name in Indian Jersey: শেষমেশ পাকিস্তানের নাম বুকে নিয়ে খেলবেন কোহলি-রোহিতরা, তোলপাড়, কিন্তু আসল কারণটা কী

Last Updated:
Pakistan's name in Indian Jersey: এশিয়া কাপে পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ২ সেপ্টেম্বর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে বাইশ গজের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন সমর্থকরা। পাশাপাশি সকলেই ভারত বনাম পাকিস্তান ফাইনালের জন্যও অপেক্ষা করছে।
advertisement
1/7
পাকিস্তানের নাম বুকে নিয়ে খেলবেন কোহলি-রোহিতরা, তোলপাড়, কিন্তু আসল কারণটা কী
ভারতীয় ক্রিকেট দল আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে মাঠে এমন কিছু করতে চলেছে যা আগে কখনও দেখা যায়নি। আসলে, আসন্ন টুর্নামেন্টে টিম ইন্ডিয়া যে জার্সি পরবে তাতে পাকিস্তানের নাম লেখা থাকবে।
advertisement
2/7
অগাস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। ভারতীয় দলের এই টুর্নামেন্টের জন্য তৈরি জার্সি সামনে এসেছে। জার্সির গায়ে পাকিস্তান লেখা দেখে ভক্তরা নিজেদের মত নিয়ে উথাল পাথাল শুরু করেছেন৷ 
advertisement
3/7
টি-শার্টে পাকিস্তান লেখা কেন পরবে ভারতীয় দল? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই ঘুরপাক খাচ্ছে সকলের মনে৷  নিউজ ১৮ বাংলা আপনাকে ব্যাখ্যা দিচ্ছে। পাকিস্তান  এবারের এশিয়া কাপের আয়োজক এবং এই কারণে প্রতিটি দলের জার্সিতেই পাকিস্তান ২০২৩ লেখা থাকার কথা৷ 
advertisement
4/7
আইসিসি হোক বা এসিসি, টুর্নামেন্টের আয়োজক দেশের নাম ইভেন্টের নামের সঙ্গে লেখা থাকে। এশিয়া কাপের সঙ্গে পাকিস্তান ২০২৩ লেখা হবে। টুর্নামেন্টে যে দলগুলো খেলবে তাদের সব দলের জার্সির গায়েই এই কথাটি লেখা থাকবে।
advertisement
5/7
এশিয়া কাপ আগে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু বিসিসিআই ভারতীয় দল পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছিল। এই সিদ্ধান্তের জেরে তোলপাড় হয় কিন্তু শেষমেশ ভারতীয় বোর্ডের জেদের কাছে নতি স্বীকার করতে হয়৷ স্থির হয় পিসিবিকে টুর্নামেন্টটি শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে আয়োজন করবে৷ 
advertisement
6/7
৩০ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। পাকিস্তান মাত্র ৪টি ম্যাচ আয়োজন করতে পেরেছে। ১৩টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারত তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। AP
advertisement
7/7
এশিয়া কাপে পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ২ সেপ্টেম্বর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে বাইশ গজের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন সমর্থকরা। পাশাপাশি সকলেই ভারত বনাম পাকিস্তান ফাইনালের জন্যও অপেক্ষা করছে। AP
বাংলা খবর/ছবি/খেলা/
Pakistan's name in Indian Jersey: শেষমেশ পাকিস্তানের নাম বুকে নিয়ে খেলবেন কোহলি-রোহিতরা, তোলপাড়, কিন্তু আসল কারণটা কী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল