Babar Azam: '২৫০ শিশুর পড়াশোনার খরচ চালাব', ভারতকে হারিয়ে বড় ঘোষণা বাবরের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Babar Azam: বাবার ইচ্ছের মূল্য দিতে ২৫০ শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন পাকিস্তানের বাবর আজম।
advertisement
1/5

১২-০ থেকে ১৩-১। বিশ্বকাপের মঞ্চে তাঁর নেতৃত্বেই পাকিস্তান প্রথমবার হারাল ভারতকে। এমন ঐতিহাসিক জয়ের সেলিব্রেশন একটু অন্যভাবে করবেন বলে ঠিক করেছেন পাক অধিনায়ক বাবর আজম।
advertisement
2/5
EdTech প্ল্যাটফর্ম নুন-এর সঙ্গে যুক্ত হয়ে ২৫০ জন্য যোগ্য শিশুর শিক্ষার খরচ বহন করবেন বাবর আজম। মূলত বাবার ইচ্ছের মূল্য দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ২৭ বছর বয়সী পাক তারকা।
advertisement
3/5
বাবা মহমম্দ আজম তাঁর আদর্শ। বহুবার সাক্ষাত্কারে সে কথা জানিয়েছেন বাবর। ভারতের বিরুদ্ধে জয়ের পর বাবার ইচ্ছেমতো তাই ২৫০ শিশুর শিক্ষার খরব বহন করার ঘোষণা করেছেন বাবর।
advertisement
4/5
গত রবিবার ছেলের ব্যাটিং গ্যালারিতে বসে দেখেছিলেন বাবরের বাবা। চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে তাঁর ছেলের দুরন্ত ব্যাটিং দেখে অঝোরে কেঁদে ফেলেছিলেন মহম্মদ আজম। একইসঙ্গে জানিয়েছিলেন, ছেলের জন্য তিনি গর্বিত।
advertisement
5/5
গত রবিবার বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের হাতেই হেরে যায় টিম ইন্ডিয়া। পাকিস্তানের একটিও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। দশ উইকেটে ম্যাচ জিতে রেকর্ড গড়ে ফেলে পাকিস্তান। এমনিতেই পাকিস্তানে বাবরের জনপ্রিয়তা রয়েছে। এবার ভারতের বিরুদ্ধে দুরন্ত খেলায় তিনি যেন পাক সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন।