TRENDING:

Tokyo Olympic: এত খরচ করে তৈরি হয় অলিম্পিক ভিলেজ, গেমস শেষ হলে সেগুলোর কী হয়?

Last Updated:
১৫ হাজার ৪০০ কোটি ডলার খরচ করে গেমস ভিলেজ তৈরি করেছে জাপান। গেমস শেষ হলে সেই গ্রামের কী হবে!
advertisement
1/8
এত খরচ করে তৈরি হয় অলিম্পিক ভিলেজ, গেমস শেষ হলে সেগুলোর কী হয়?
১৮৯৪ সালে আধুনিক অলিম্পিকের ব্যাপারে ধারণা দিয়েছিলেন ফ্রান্সের ব্যারন পিয়েরে ডি কউবার্টিন। তার পর ১৯৮৬ সাল থেকে শুরু হয় আধুনিক অলিম্পিক।
advertisement
2/8
অলিম্পিয়া শুরু হয়েছিল ধর্মীয় উত্সব হিসাবে। ধীরে ধীরে সেই ক্রীড়যজ্ঞ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অ্যাথলিটদের উত্সব হয়ে উঠল। অলিম্পিক এখন গ্রেটেস্ট শো অন আর্থ। চার বছরে একবার অনুষ্ঠিত এই উত্সবের জন্য অপেক্ষা করে থাকেন ক্রীড়াবিদরা।
advertisement
3/8
এর আগে ১৯৬৪ সালে টোকিও অলিম্পিক আয়োজন করেছিল। ২০২১ সালে আবার করোনা মহামারীর এই কঠিন সময়ে অলিম্পিকের আসর বসেছে টোকিওতে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০১৩ সালে সরকারিভাবে জানিয়েছিল, ২০২০ অলিম্পিক আয়োজন করবে টোকিও। তবে করোনার জন্য অলিম্পিক পিছিয়ে গেল এক বছর।
advertisement
4/8
কয়েক হাজার ক্রীড়়াবিদ, তাঁদের কোচ, ফিজও. চিকিত্সক থেকে শুরু করে আরও অনেকে অলিম্পিকের জন্য আয়োজক শহরে আসেন। তাই তাঁদের জন্য তৈরি হয় অলিম্পিক ভিলেজ। অর্থাত্ ক্ষণস্থায়ী গ্রাম। বিশাল জায়গা জুড়ে থাকে এই অলিম্পিক ভিলেজ।
advertisement
5/8
২০১৩ সাল থেকেই অলিম্পিক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে টোকিও। ১১ হাজার ৩২৪ ক্রীড়াবিদের থাকা-খাওয়ার ব্যবস্থা এবং ৩৩৯টি প্রতিযোগিতার আয়োজন করছে টোকিয়ো। ১১ হাজার ৩২৪ জন ক্রীড়াবিদ ৩৩৯টি ইভেন্টে অংশ নেবেন। তাঁদের থাকার জন্য তৈরি হয়েছে বিশাল গেমস ভিলেজ।
advertisement
6/8
১৫ হাজার ৪০০ কোটি ডলার খরচ করে গেমস ভিলেজ তৈরি করেছে জাপান। এত খরচ করে তৈরি ভিলেজের ভবিষ্যত্ কী! গেমস শেষ হলে অলিম্পিক ভিলেজের কী হয়! এক্ষেত্রে বলতে হবে, প্রতিটি গেমস ভিলেজের ভবিষ্যত্ কিন্তু একই হয় না। কোনও গেমস ভিলেজ পরিত্যক্ত হয়। কোনওটা আবার গেমস শেষ হলেই সাধারণের জন্য খুলে রাখা হয়।
advertisement
7/8
আটলান্টা, বার্সেলোনা, সিডনি, এথেন্সের গেমস ভিলেজগুলি সাধারণের কাজে লাগানো হয়েছে। কোনওটায় হয়েছে পার্ক, কোনওটাতে আবার এখন সাস্কৃতিক অনুষ্ঠান, খেলা ও সম্মেলন হয়।
advertisement
8/8
রিও অলিম্পিকের পর কর্তৃপক্ষ ঠিক করেছিল, ভিলেজের বেশ কিছু জায়গা পুনর্ব্যবহার করা হবে। বিশেষ করে সুইমিং পুলে প্রতিযোগিতার আয়োজন করা হবে। কিন্তু সেসব কিছুই হয়নি। দীর্ঘদিন পরে থেকে এখন সেই ভিলেজ পরিত্যক্ত। টোকিও অলিম্পিকের পর গেমস ভিলেজের কী হবে তা এখনও ঠিক করেনি কর্তৃপক্ষ।
বাংলা খবর/ছবি/খেলা/
Tokyo Olympic: এত খরচ করে তৈরি হয় অলিম্পিক ভিলেজ, গেমস শেষ হলে সেগুলোর কী হয়?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল