Tokyo Olympics Live Updates: এমন দিনে বন্দুক সঙ্গ দিল না! কপাল খারাপ শুটার মানুর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
এমন গুরুত্বপূর্ণ দিনে বন্দুক খারাপ! তাও খেলার মাঝে। অনেক চেষ্টা করেছিলেন ভারতীয় শুটার মানু ভাকের।
advertisement
1/5

এমন গুরুত্বপূর্ণ দিনেই কি না বন্দুক সঙ্গ দিল না! মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে পৌঁছকতে পারলেন না ভারতীয় শুটার মানু ভাকের।
advertisement
2/5
ইভেন্টের সেকেন্ড সিরিজ শুরুর আগে আচমকাই মানুর পিস্তলে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পিস্তল সারাতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল।
advertisement
3/5
জানা গিয়েছে, মানুর পিস্তলের সার্কিটে সমস্যা দেখা দিয়েছিল। এর পরই টেস্ট টেন্ট-এ গিয়ে খারাপ যন্ত্রাংশ পাল্টে নেন মানু। তবে তাতে অনেকটা সময় চলে যায়।
advertisement
4/5
পিস্তলের ককিং লিভার জ্যাম হয়ে গিয়েছিল। ফলে পেলেট ভরতে পারছিলেন না মানু। ককিং লিভার লক হয়ে গেলে ইলেকট্রনিক ট্রিগার কাজ করে না। মানু ককিং লিভার পাল্টেও লাভ হয়নি।
advertisement
5/5
মানু এদিন ৫৭৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ছিলেন। তবে এখনও ২৫ মিটার এবং মিক্সড ইভেন্ট রয়েছে। সেখানে মানুর পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে।