মায়ের কাছে ছিল না পালন করার টাকা, ডাক্তার করেছিলেন যৌন শোষণ, তারপরেও যা করলেন...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে গোটা বিশ্ব, এই লড়াইয়ের কাহিনি চোখে জল আনবে, দেবে লড়াইয়ের অনুপ্রেরণা
advertisement
1/7

জীবনে সংঘর্ষ করতেই হয় ৷ তবে সব সময় বেশ কিছু সংঘর্ষ শুনলেই গা শিউড়ে ওঠে ৷ অনেকক্ষেত্রেই তারা সেই সব জিনিস ঘটার পর আর লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে ৷ কিন্তু এই সময় যখন গোটা বিশ্ব অস্তিত্বের লড়াইতে ব্যস্ত মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে তখন এক জয়ের কাহিনি সকলকেই উজ্জীবিত করবে ৷ Photo- Representive
advertisement
2/7
সাইমনবাইল- মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা জিমন্যাস্ট ৷ কিন্তু শৈশব ছিল শিউড়ে ওঠার মতো, ছিল না মাথা গোঁজার আস্তান৷ তার মায়ের কাছে পয়সা ছিল না সন্তান প্রতিপালন করার টাকা ৷ জিমন্যাস্টিক শেখার টাকাও ছিল না তাঁর কাছে ৷
advertisement
3/7
২৩ বছরের সিমোনা বাইলস বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক্স মিলিয়ে ইতিমধ্যেই ৩০ টি মেডেল জিতেছেন যার মধ্যে রয়েছে চারটি অলিম্পিক্স সোনা, ও একটি ব্রোঞ্জ ৷
advertisement
4/7
২০১৬ সালের অলিম্পিক্সের মঞ্চে প্রথমবার এসেই ধামাল মাচিয়ে দেন এই তরুণী জিমন্যাস্ট ৷ টিম ইভেন্ট, ছাড়াও সোনা পান অল অ্যারাউন্ড, ভল্ট ও ফ্লোর এক্সারসাইজেও পান সোনা ৷
advertisement
5/7
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও জিতেছেন ১৯ টি সোনা, এছাড়া ৩ টি রূপো, ৩টি ব্রোঞ্জ জিতেছেন৷ এছাড়াও প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড কাপে ২ টি করে সোনা জিতেছেন ৷
advertisement
6/7
সিমোন বাইলস ১৯৯৭ সালের ১৪ মার্চ জন্মেছেন ৷ তাঁর মোট চার ভাইবোন ৷ কিন্তু অত্যন্ত গরীব মায়ের ক্ষমতা ছিল না তাঁদের প্রতিপালন করার ৷ ফস্টার সেন্টারে তাঁদের প্রতিপালন করা হয় ৷ ২০০৩ সালে নিজের দাদু তাঁকে দত্তক নেন ৷ এরপর ৬ বছর থেকে তিনি জিমন্যাস্টিক শেখা শুরু করেন ৷
advertisement
7/7
১৪ বছরেই সাইমন - আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন ৷ ১৮ জানুয়ারি ২০১৮ -সালে তিনি চাঞ্চল্যকর বয়ান দেন ৷ জানান যে চিকিৎসক তাঁকে আন্তর্জাতিক কেরিয়ারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি তাঁকে নিয়মিত যৌন শোষণ করতেন ৷