TRENDING:

মায়ের কাছে ছিল না পালন করার টাকা, ডাক্তার করেছিলেন যৌন শোষণ, তারপরেও যা করলেন...

Last Updated:
করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে গোটা বিশ্ব, এই লড়াইয়ের কাহিনি চোখে জল আনবে, দেবে লড়াইয়ের অনুপ্রেরণা
advertisement
1/7
মায়ের টাকা ছিল না, ডাক্তারের যৌন শোষণ, তারপরেও যা করল মেয়েটি
জীবনে সংঘর্ষ করতেই হয় ৷ তবে সব সময় বেশ কিছু সংঘর্ষ শুনলেই গা শিউড়ে ওঠে ৷ অনেকক্ষেত্রেই তারা সেই সব জিনিস ঘটার পর আর লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে ৷ কিন্তু এই সময় যখন গোটা বিশ্ব অস্তিত্বের লড়াইতে ব্যস্ত মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে তখন এক জয়ের কাহিনি সকলকেই উজ্জীবিত করবে ৷ Photo- Representive
advertisement
2/7
সাইমনবাইল- মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা জিমন্যাস্ট ৷ কিন্তু শৈশব ছিল শিউড়ে ওঠার মতো, ছিল না মাথা গোঁজার আস্তান৷ তার মায়ের কাছে পয়সা ছিল না সন্তান প্রতিপালন করার টাকা ৷ জিমন্যাস্টিক শেখার টাকাও ছিল না তাঁর কাছে ৷
advertisement
3/7
২৩ বছরের সিমোনা বাইলস বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক্স মিলিয়ে ইতিমধ্যেই ৩০ টি মেডেল জিতেছেন যার মধ্যে রয়েছে চারটি অলিম্পিক্স সোনা, ও একটি ব্রোঞ্জ ৷
advertisement
4/7
২০১৬ সালের অলিম্পিক্সের মঞ্চে প্রথমবার এসেই ধামাল মাচিয়ে দেন এই তরুণী জিমন্যাস্ট ৷ টিম ইভেন্ট, ছাড়াও সোনা পান অল অ্যারাউন্ড, ভল্ট ও ফ্লোর এক্সারসাইজেও পান সোনা ৷
advertisement
5/7
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও জিতেছেন ১৯ টি সোনা, এছাড়া ৩ টি রূপো, ৩টি ব্রোঞ্জ জিতেছেন৷ এছাড়াও প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড কাপে ২ টি করে সোনা জিতেছেন ৷
advertisement
6/7
সিমোন বাইলস ১৯৯৭ সালের ১৪ মার্চ জন্মেছেন ৷ তাঁর মোট চার ভাইবোন ৷ কিন্তু অত্যন্ত গরীব মায়ের ক্ষমতা ছিল না তাঁদের প্রতিপালন করার ৷ ফস্টার সেন্টারে তাঁদের প্রতিপালন করা হয় ৷ ২০০৩ সালে নিজের দাদু তাঁকে দত্তক নেন ৷ এরপর ৬ বছর থেকে তিনি জিমন্যাস্টিক শেখা শুরু করেন ৷
advertisement
7/7
১৪ বছরেই সাইমন - আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন ৷ ১৮ জানুয়ারি ২০১৮ -সালে তিনি চাঞ্চল্যকর বয়ান দেন ৷ জানান যে চিকিৎসক তাঁকে আন্তর্জাতিক কেরিয়ারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি তাঁকে নিয়মিত যৌন শোষণ করতেন ৷
বাংলা খবর/ছবি/খেলা/
মায়ের কাছে ছিল না পালন করার টাকা, ডাক্তার করেছিলেন যৌন শোষণ, তারপরেও যা করলেন...
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল