French Open 2021: ৫২ বছর পর নতুন ইতিহাস, টেনিস সাম্রাজ্যের 'রাজা' এখন জকোভিচ!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
জকো ফাইনালে নেমেছিলেন সাদা জার্সি পরে। কিন্তু তৃতীয় সেটের পরে তিনি জার্সি বদলে নিলেন। পরলেন লাল জার্সি।
advertisement
1/5

৫২ বছর পর তিনি নতুন ইতিহাস লিখলেন তিনি। অনেকেই বলছেন, টেনিস সাম্রাজ্যের রাজা এখন নোভাক জকোভিচ। তবে তিনিই কি সর্বকালের সেরা! সেটা তর্কের বিষয়। তবে রয় এমার্সন এবং রড লেভারের পরে ৫২ বছর বাদে জকোভিচ প্রতিটি গ্র্যান্ডস্ল্যাম অন্তত দুবার করে জিতলেন।
advertisement
2/5
প্রথম গ্রিক খেলোয়াড় হিসাবে ফরাসী ওপেন জেতার সুযোগ ছিল স্টেফানো চিচিপাসের সামনে। কিন্তু সামনে যখন জকোভিড থাকেন, তখন কাজটা বেশ কঠিন হয়ে পড়ে। আর এদিনও সেটাই হল। ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ হল ম্যাচের ফল। জোকারের পক্ষে। তবে চিচিপাসের লড়াইও ফরাসী ওপেনের ইতিহাসে লেখা থাকবে।
advertisement
3/5
২০১৫ সালে স্ট্যান ওয়াওরিঙ্কার কাছে ফরাসী ওপেনের ফাইনালে হেরেছিলেন জকো। এদিন সেই জকোভিচই দুটি সেট পিছিয়ে পড়েছিলেন। কিন্তু এর পরই যেন খোলস ছেড়ে বেরিয়ে আসেন সার্বিয়ান তারকা। বুঝিয়ে দেন, ফেডেরার, নাদালদের একচ্ছত্র সাম্রাজ্যে এখন কেন তাঁর এত দাপট!
advertisement
4/5
১৯ টি গ্র্যান্ডস্ল্যাম জিতে ফেললেন জকো। আর মাত্র একটি গ্র্যান্ডস্ল্যাম জিতলেই ছুঁয়ে ফেলবেন ফেডেরার ও নাদালকে। তবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের সংখ্যার হিসাবে তাঁর শ্রেষ্ঠত্বের বিচার হবে না। হবে তাঁর জেদ, হার না মানা মানসিকতা ও স্কিলফুল টেনিসের জন্য।
advertisement
5/5
লম্বা র্যালি হলে জকোভিচ স্ট্যামিনায় অনেককে নাকানি চোবানি খাওয়াতে পারেন। এটাই এদিন প্রমাণ হল। আত্মবিশ্বাসে ফুটতে থাকা চিচিপাসকে একটানা দৌড় করালেন তিনি। একটা সময় পর স্ট্যামিনায় হারিয়ে দিলেন চিচিপাসকে। এদিন আরও একটি অবাক করা ছবি দেখলেন দর্শকরা। জকো ফাইনালে নেমেছিলেন সাদা জার্সি পরে। কিন্তু তৃতীয় সেটের পরে তিনি জার্সি বদলে নিলেন। পরলেন লাল জার্সি। যেটা পরে তিনি সেমিতে নাদালকে হারিয়েছিলেন।