Neeraj Chopra Long Hair: এত সুন্দর লম্বা চুল কেন কেটে ফেলেছিলেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
লম্বা চুলের নীরজ কুমারকেই ক্রীড়াপ্রেমীরা চিনতেন। তবে টোকিও অলিম্পিক্সে নীরজ নামলেন একেবারে নতুন লুক নিয়ে।
advertisement
1/5

১০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন তিনি। স্বাধীন ভারতের একমাত্র অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জিতলেন নীরজ চোপড়া। দেশের মানুষ একন তাঁকে সোনার ছেলে বলে ডাকছে।
advertisement
2/5
টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়াকে দেখা গিয়েছে নতুন লুকসে। বড় চুলের নীরজকে টোকিওতে দেখা যায়নি। তিনি তাঁর সুন্দর, লম্বা চুল কেটে টোকিওতে গিয়েছিলেন। ব্যাপারটা হয়তো অনেকেই লক্ষ্য করেছিলেন।
advertisement
3/5
এত সুন্দর লম্বা চুল কেন কেটে ফেলেছিলেন নীরজ! অনেক সময় বড় টুর্নামেন্টে নামার আগে অ্যাথলিটরা কিছু কুসংস্কার মেনে চলেন। যদিও অ্যাথলিটরা সেসব কুসংস্কার সাফল্য অর্জনের জন্যই মেনে চলেন। নীরজের ক্ষেত্রেও কি ব্যাপরটা সেরকমই ছিল!
advertisement
4/5
নীরজ বলছিলেন, ''গত কয়েকটা টুর্নামেন্টে আমি লম্বা চুল নিয়ে নেমেছিলাম। বেশ অসুবিধা হচ্ছিল। চুলগুলো চোখের উপর পড়ত। তার উপর প্রচণ্ড ঘাম হত। তাই টোকিওতে আসার আগে চুল কেটে ফেলেছিলাম। সবার আগে পারফরম্যান্স। লুকল পরে।''
advertisement
5/5
অলিম্পিক্সে তিনি সোনা জিতেছেন। এখনও যে ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে তাঁর কাছে। নীরজ বলছিলেন, আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে আর পাঁচটাদিনের মতোই সব আছে। তার পর মনে হচ্ছে, কিছু একটা স্পেশাল হয়েছে। এই পদক জয়ের ঘোর কিছুতেই কাটছে না।