করোনা-মহামারিতে ২০২০-তে বিশ্বে কোন কোন খেলার ইভেন্ট বাতিল হল, দেখুন এক ক্লিকে...
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
পৃথিবী গ্রহের সবচেয়ে বড় খেলার ইভেন্ট অলিম্পিকও এ বছর বাতিল হয়ে গেল করোনার জন্য৷ ২০২০ সালের অলিম্পিক হওয়ার কথা ছিল টোকিওতে৷ ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট৷
advertisement
1/8

এ বছরেই ১৩ থেকে ১৫ মার্চ চিনের নানজিংয়ে হওয়ার কথা ছিল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইন্ডোর চ্যাম্পিয়নশিপস৷ করোনা ভাইরাসের জেরে বাতিল৷
advertisement
2/8
বাতিল করা হয়েছে ফর্মুলা ওয়ান চাইনিজ গ্রাঁ প্রি৷ ১৯ এপ্রিল চিনের সেংহাইতে হওয়ার কথা ছিল৷ পরে কবে হবে, তারিখ ঠিক নেই৷
advertisement
3/8
তিরন্দাজির বিশ্বকাপ হওয়ার কথা ছিল চিনের সেংহাই শহরে৷ ৪ মে থেকে ১০ মে পর্যন্ত৷ করোনার জেরে বাতিল৷
advertisement
4/8
ইরোকাপ৷ ফুটবল বিশ্বে যে কাপকে বিশ্বকাপের পরেই স্থান দেওয়া হয়৷ সেই ইউরো কাপও বাতিল করোনার জেরে৷ ১২ জুন থেকে ১২ জুলাই হওয়ার কথা ছিল৷
advertisement
5/8
শুটিং-এর বিশ্বকাপ হওয়ার কথা ছিল দিল্লিতে৷ ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত নির্ঘণ্ট ছিল৷ করোনার জেরে বাতিল হয়েছে৷
advertisement
6/8
টেনিস বিশ্বে অন্যতম বড় ইভেন্ট বিএনপি পরিবাস ওপেন হওয়ার কথা ছিল ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস-এ৷ ৯ মার্চ থেকে ২২ মার্চ৷ করোনার জেরে বাতিল৷
advertisement
7/8
টেনিস বিশ্বে অন্যতম বড় ইভেন্ট বিএনপি পরিবাস ওপেন হওয়ার কথা ছিল ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস-এ৷ ৯ মার্চ থেকে ২২ মার্চ৷ করোনার জেরে বাতিল৷
advertisement
8/8
এবং পৃথিবী গ্রহের সবচেয়ে বড় খেলার ইভেন্ট অলিম্পিকও এ বছর বাতিল হয়ে গেল করোনার জন্য৷ ২০২০ সালের অলিম্পিক হওয়ার কথা ছিল টোকিওতে৷ ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট৷