advertisement
1/6

তিনি চেস বিশ্ব চ্যাম্পিয়ান৷ এবার তার মুকুটে আরও একটি পালক যুক্ত হল৷ তিনি টাটা স্টিল চেস ইন্ডিয়া গ্র্যান্ড ট্যুরে জয়ী হলেন ম্যাগনস কার্লসন৷ খেলার ফল ২৭/ ৩৬৷ পুরস্কার মূল্য ৩৭,৫০০ ডলার যার ভারতীয় মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা৷ 
advertisement
2/6
তিনি নিজের আগের নজির ভাঙলেন নিজেই৷ গত ট্যুরেই করেছিলেন ২৬.৫/৩৬৷ এবার সেই রেকর্ড ভেঙে জিতলেন ২৭/ ৩৬৷
advertisement
3/6
র্যাপিড চেস-এ আবার বিশ্বের এক নম্বর স্থান ফিরে পেলেন তিনি৷ অন্যদিকে ব্লিৎজ চেসে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন৷ 
advertisement
4/6
র্যাপিড চেস-এ আবার বিশ্বের এক নম্বর স্থান ফিরে পেলেন তিনি৷ অন্যদিকে ব্লিৎজ চেসে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন৷ 
advertisement
5/6
তিনি চেস বিশ্ব চ্যাম্পিয়ান৷ এবার তার মুকুটে আরও একটি পালক যুক্ত হল৷ তিনি টাটা স্টিল চেস ইন্ডিয়া গ্র্যান্ড ট্যুরে জয়ী হলেন ম্যাগনস কার্লসন৷ খেলার ফল ২৭/ ৩৬৷ পুরস্কার মূল্য ৩৭,৫০০ ডলার যার ভারতীয় মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা৷ 
advertisement
6/6
 ভারতের বিশ্বনাথন আনন্দের দিকে নজর থাকলেও তিনি অত্যন্ত নিরাশ করেছেন ভারতীয় চেস প্রেমীদের৷ তিনি সপ্তম স্থানে খেলা শেষ করেন৷
