দুঃখের দিন শেষ, একের পর এক সোনা জয়, লাফিয়ে লাফিয়ে রোজগার বাড়ছে হিমা দাসের
Last Updated:
advertisement
1/5

অসমের হিমা দাস ৷ দৌড়লেই সোনা জেতা অভ্যাস করে ফেলেছেন ৷ অনেক কষ্ট করে বড় হয়েছেন চালিয়ে গেছেন নিজের এই দারুণ পেশা ৷ আজ সুদিন হিমার জীবনে ৷
advertisement
2/5
হিমা দাস সেই দিন কাটিয়ে এখন সপ্তম স্বর্গে বাস করছেন ৷ ১৯ দিনে ৫ টি সোনা জিতেছেন ভারতের সোনার মেয়ে ৷
advertisement
3/5
এই সাফল্যের জন্য এখন আরও সুদিন আসছে হিমা দাসের ৷ এখন একটা ব্র্যান্ডের জন্য বছরে ৩০- ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন হিমা দাস ৷
advertisement
4/5
হিমা দাসের এনডর্সমেন্ট এবার হতে চলেছে দ্বিগুণ ৷ এখন থেকে এনডর্সমেন্ট পিছু বছরে ৬০ লক্ষ টাকা করে নেবেন ৷
advertisement
5/5
ভারতে ক্রিকেটারদের এনজর্সমেন্ট সবচেয়ে বেশি৷ অন্যান্য স্পোর্টসে সাফল্য যেহেতু সবচেয়ে বেশি তাই অন্যান্য খেলায় খুব বেশি এনডর্সমেন্ট পাননা বলে আক্ষেপ ৷ এবার এই ধরণের সাফল্য হলে নিজেদের বাজার দর ভালো করে নিতে পারবেন অন্য খেলার জগতের তারকারাও ৷