TRENDING:

রেস শুরুর আগে কতটা টেনশনে ছিলাম, আমিই জানি: হিমা

Last Updated:
advertisement
1/4
রেস শুরুর আগে কতটা টেনশনে ছিলাম, আমিই জানি: হিমা
এশিয়াড অ্যাথলেটিক্সে রুপোর হ্যাটট্রিকে রুপোলি রবিবার ভারতের। জাকার্তায় জাতীয় রেকর্ড ভেঙে ইতিহাস হিমা দাসের। মেয়েদের চারশো মিটারে ৫০.৭৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয়স্থানে শেষ করলেন অসমের মেয়ে। হিটের পর ফাইনালেও হিমা অল্পের জন্য হারলেন বাহরিনের মেয়ের কাছে। তবে জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্সে রেকর্ড করা ১৮ বছরের মেয়ের প্রথম এশিয়াড অভিযানেই খুশির হাওয়া নওগাঁয়। পুড়ল বাজি। চলল দেদার মিষ্টিমুখ। Photo Source: Twitter
advertisement
2/4
রূপো জেতার পর হিমা বলেন, ‘‘এ রকম একটা দৌড়ের আগে সবাই চাপে থাকে। আমিও ছিলাম। কিন্তু সেটা তো সবাই দেখতে বা বুঝতে পারবে না। আমি নিজে জানি, কতটা স্নায়ুর চাপে ভুগছিলাম।’’ Photo Source: Twitter
advertisement
3/4
এদিকে রবিবার ছেলেদের চারশো মিটারেও রুপো জিতলেন ভারতের মহম্মদ আনাস। আর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রুপোর হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন দ্যুতি চাঁদ। মেয়েদের একশো মিটারে দ্বিতীয় হলেন ওড়িশার মেয়ে। তবে দিনের সবচেয়ে বড় নাটক হল পুরুষদের ১০ হাজার মিটারে। প্রথমে ব্রোঞ্জ পেয়েও পরে রিপ্লেতে লেন চেঞ্জ করে ধরা পড়েন ভারতের গোবিন্দন লক্ষ্মণন। যার খেসারৎ হিসেবে হারাতে হয় পদক।
advertisement
4/4
তবে সবমিলিয়ে এশিয়ান গেমসে দিনটা খারাপ যায়নি ভারতের। ছেলেদের চারশো মিটার হার্ডলসের ফাইনালে উঠলেন ধারুন আয়াস্বামী, কুমার তামিলাসরণ। পুরুষদের হকিতে জয়ের ধারা অব্যহত ভারতের। কোরিয়াকে এদিন ৫-৩ গোলে হারালেন সর্দাররা। ইকোয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত বিভাগে রুপো জিতলেন ফাওয়াদ মির্জা। দলগত বিভাগেও ২-নম্বরে থামল রাকেশ কুমার, আশিস মালিক, জিতেন্দর সিংরা। টিটিতে তাইপের কাছে ২-৩ ম্যাচে হারল ভারত। গ্রুপে ইরানকে শেষ ম্যাচে ৩-১ ব্যবধানে হারালেন মনিকা বাত্রা, মৌমা দাসরা। কম্পাউন্ড তিরন্দাজিতেও এগোল ভারত।
বাংলা খবর/ছবি/খেলা/
রেস শুরুর আগে কতটা টেনশনে ছিলাম, আমিই জানি: হিমা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল