অনন্ত-রাধিকার বিয়েতে এলেন না একমাত্র 'এই' দু'জন! বিয়ে বাড়িতে সবাই খুঁজল তাঁদের!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli and Anuhska Sharma listening kirtan: প্রায় গোটা বলিউড এল, দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের বহু তারকাকে। অনন্ত-রাধিকার বিয়েতে একমাত্র দেখা পাওয়া গেল না বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। আসলে তাঁরা ২জন এখন লন্ডনে। ছেলেমেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন দুজনে।
advertisement
1/7

প্রায় গোটা বলিউড এল, দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের বহু তারকাকে। অনন্ত-রাধিকার বিয়েতে একমাত্র দেখা পাওয়া গেল না বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। আসলে তাঁরা ২জন এখন লন্ডনে। ছেলেমেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন দুজনে।
advertisement
2/7
গত কয়েক বছরে বিরাট ও অনুষ্কাকে বারবার দেখা গিয়ে আধ্যাত্মিকতায় গা ভাসাতে। সময়, সুযোগ পেলে তাঁরা ছুটে যান ঋষিকেশ, বৃন্দাবনে।
advertisement
3/7
কখনও আবার তাঁদের দেখা যায় উত্তরাখণ্ডে নিম করোলি বাবার আশ্রমে। এমনকী বিরাট কোহলির মোবাইল ওয়ালপেপারেও দেখা যায় নিম করোলি বাবার ছবি।
advertisement
4/7
এবার লন্ডনে কৃষ্ণ দাসজির কীর্তন শুনতে দেখা গেল তাঁদের। কৃষ্ণ দাসজি ‘রক স্টার অব যোগা’ নামে পরিচিত। বিরুষ্কা তাঁর সেই গানবাজনা উপভোগ করলেন।
advertisement
5/7
ভারতের বেশিরভাগ সেলেব্রিটি যখন অনন্ত-রাধিকার বিয়েতে মজে, বিরাট ও অনুষ্কা তখন একেবারে আলাদা। তাঁরা নিজেদের মতো করে ছুটির এই সময়টা উপভোগ করছেন।
advertisement
6/7
টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতের তারকা ক্রিকেটাররা ছুটিতে রয়েছেন। তবুও রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো তারকাদের দেখা গিয়েছে অনন্ত-রাধিকার বিয়েতে। তবে বিরাট কোহলিকে দেখা গেল না।
advertisement
7/7
অনুষ্কা তাঁর ইনস্টা স্টোরিতে কৃষ্ণ দাসজির কীর্তনের ক্লিপস তুলে ধরেছেন। সেখানে তাঁর সঙ্গে বিরাট কোহলিকেও দেখা যাচ্ছে। তবে ছেলে অকায় ও মেয়ে ভামিকাকে দেখা যায়নি।