TRENDING:

অনন্ত-রাধিকার বিয়েতে এলেন না একমাত্র 'এই' দু'জন! বিয়ে বাড়িতে সবাই খুঁজল তাঁদের!

Last Updated:
Virat Kohli and Anuhska Sharma listening kirtan: প্রায় গোটা বলিউড এল, দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের বহু তারকাকে। অনন্ত-রাধিকার বিয়েতে একমাত্র দেখা পাওয়া গেল না বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। আসলে তাঁরা ২জন এখন লন্ডনে। ছেলেমেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন দুজনে।
advertisement
1/7
অনন্ত-রাধিকার বিয়েতে এলেন না একমাত্র 'এই' দু'জন! বিয়ে বাড়িতে সবাই খুঁজল তাঁদের!
প্রায় গোটা বলিউড এল, দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের বহু তারকাকে। অনন্ত-রাধিকার বিয়েতে একমাত্র দেখা পাওয়া গেল না বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। আসলে তাঁরা ২জন এখন লন্ডনে। ছেলেমেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন দুজনে।
advertisement
2/7
গত কয়েক বছরে বিরাট ও অনুষ্কাকে বারবার দেখা গিয়ে আধ্যাত্মিকতায় গা ভাসাতে। সময়, সুযোগ পেলে তাঁরা ছুটে যান ঋষিকেশ, বৃন্দাবনে।
advertisement
3/7
কখনও আবার তাঁদের দেখা যায় উত্তরাখণ্ডে নিম করোলি বাবার আশ্রমে। এমনকী বিরাট কোহলির মোবাইল ওয়ালপেপারেও দেখা যায় নিম করোলি বাবার ছবি।
advertisement
4/7
এবার লন্ডনে কৃষ্ণ দাসজির কীর্তন শুনতে দেখা গেল তাঁদের। কৃষ্ণ দাসজি ‘রক স্টার অব যোগা’ নামে পরিচিত। বিরুষ্কা তাঁর সেই গানবাজনা উপভোগ করলেন।
advertisement
5/7
ভারতের বেশিরভাগ সেলেব্রিটি যখন অনন্ত-রাধিকার বিয়েতে মজে, বিরাট ও অনুষ্কা তখন একেবারে আলাদা। তাঁরা নিজেদের মতো করে ছুটির এই সময়টা উপভোগ করছেন।
advertisement
6/7
টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতের তারকা ক্রিকেটাররা ছুটিতে রয়েছেন। তবুও রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো তারকাদের দেখা গিয়েছে অনন্ত-রাধিকার বিয়েতে। তবে বিরাট কোহলিকে দেখা গেল না।
advertisement
7/7
অনুষ্কা তাঁর ইনস্টা স্টোরিতে কৃষ্ণ দাসজির কীর্তনের ক্লিপস তুলে ধরেছেন। সেখানে তাঁর সঙ্গে বিরাট কোহলিকেও দেখা যাচ্ছে। তবে ছেলে অকায় ও মেয়ে ভামিকাকে দেখা যায়নি।
বাংলা খবর/ছবি/খেলা/
অনন্ত-রাধিকার বিয়েতে এলেন না একমাত্র 'এই' দু'জন! বিয়ে বাড়িতে সবাই খুঁজল তাঁদের!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল