ICC World Cup 2023 Virat Kohli Rohit Sharma: কোহলির বয়স ১৪, রোহিতের ১৬! তখন থেকে এখনও জয় অধরা, জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 When Indian Team win India vs New Zealand clash in ICC Cricket World Cup then Virat Kohli age 14 and Rohit Sharma s age 16: বিশ্বকাপে ভারতীয় দলের গাঁট বলতেই সকলের মনে আসে আগ অস্ট্রেলয়ার নাম। কিন্তু ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা নয়, বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান গাঁট হল অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড।
advertisement
1/7

আর কিছু সময়ে অপেক্ষা। তারপরই আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়তে চলেছে আইসিসি ওডিআই িবশ্বকাপ ২০২৩-এর। ঘরের মাঠে ফের একবার বিশ্বজয়ের প্রধান দাবিদার টিম ইন্ডিয়া।
advertisement
2/7
বিশ্বকাপে ভারতীয় দলের গাঁট বলতেই সকলের মনে আসে আগ অস্ট্রেলয়ার নাম। কিন্তু ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা নয়, বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান গাঁট হল অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড।
advertisement
3/7
বিশ্বকাপে বিগত ২০ বছর এই দলের বিরুদ্ধে জয় পায়নি ভারতীয় দল। শেষবার ২০০৩ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ড বর্তমানে টিম ইন্ডিয়ার মহাতারকা বিরাট কোহলির বয়স তখন ১৪ বছর। শুধু বিরাট নন, বর্তমান অধিনায়ক রোহিত শর্মার বয়স তখন ১৬ বছর।
advertisement
4/7
এর পাশাপাশি টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী অধিনায়ক এমএস ধোনি এবং প্রাক্তন তারকা ওপেনার গৌতম গম্ভীরের তখনও অভিষেক হয়নি। আর মজার বিষয় হল, টি-২০ ফর্ম্যাটও তখন উদ্ভব হয়নি।
advertisement
5/7
পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য হল 'ক্রিকেট ঈশ্বর', মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকারের টেস্ট রান ছিল ৯ হাজারের কম। অধরা ছিল কেরিয়ারের বেশিরভাগ মাইলস্টোন। সেই সময় নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত।
advertisement
6/7
২০০৩ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১৫০ রানে অলআউট হয়েছিল কিউরা। ৭ উইকেট ৫৬ বল বাকি থাকতে জয় পেয়েছিল ভারত। তারপর থেকে ওডিআই, টি-২০, টেস্ট চ্যাম্পিয়নশিপ আইসিসির কোনও ইভেন্টেই কিউইদের বিরুদ্ধে জিততে পারেনি ভারত।
advertisement
7/7
২০২৩ বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ ২২ অক্টোবর। বিশ্বকাপের আসরে নামার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের আইসিসি টুর্নামেন্টে রেকর্ড অবশ্যই উদ্বেগজনক। এবার ২০ বছরের খরা কাটাতে বদ্ধপরিকর রোহিত-বিরাটরা।