ODI World Cup 2023: বিশ্বকাপের আগে রোহিত শর্মা ৩ চিন্তা, সমাধানের খোঁজে ভারত অধিনায়ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian team captain Rohit Sharma worried about 3 things ahead of ICC ODI World Cup 2023: আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলও ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অজিদের বিরুদ্ধে প্রথম ২টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। কিন্তু সব কিছুর মধ্যেও বিশ্বকাপের আগে ৩টি বিষয় চিন্তায় রেখেছে রোহিত শর্মাকে।
advertisement
1/6

এশিয়া সেরা হওয়ার পর সেলিব্রেশন মুড কাটতে না কাটতেই অধিনায়ক রোহিত শর্মা মাথায় জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ ও ৫ অক্টোবর থেকে শুরু হতে চলা আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩।
advertisement
2/6
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলও ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অজিদের বিরুদ্ধে প্রথম ২টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। কিন্তু সব কিছুর মধ্যেও বিশ্বকাপের আগে ৩টি বিষয় চিন্তায় রেখেছে রোহিত শর্মাকে।
advertisement
3/6
রোহিতের চিন্তার প্রথম কারণ হল দলের স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেলের চোট। বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন অক্ষর। সেই কারণে খেলতে পারেননি ফাইনালে। অজিদের বিরুদ্ধে প্রথম ২টি ওডিআইতে খেলতে পারবেন না। তৃতীয় ওডিআইতে খেলতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই।
advertisement
4/6
রোহিতের চিন্তার দ্বিতীয় কারণ হল দলের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারের চোট। শ্রেয়স চোট সারিয়েই এশিয়া কাপে দলে ফিরেছিলেন। কিন্তু ফের পিঠে ব্যথা হয় তাঁর। পুরো এশিয়া কাপে ২টি ম্যাচ ছাড়া খেলতে পারেননি। তার চোটের পরিস্থিতি অনেক ভাল হলেও, যতক্ষণ না পুরো ফিট হচ্ছেন একটা চিন্তা থেকেই যায় অধিনায়কের।
advertisement
5/6
রোহিত শর্মার তৃতীয় চিন্তার কারণ হল সূর্যকুমার যাদবের ফর্ম। টি-২০ ক্রিকেটে যতটা সফল সূর্য, ওডিআই ক্রিকেটে ততটাই ব্যর্থ। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না। তারমধ্যে দলের বিপদের সময়ে অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে যাওয়া, বাজে শট সিলেকশন করে উইকেট দিয়ে আসা সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
6/6
বিশ্বকাপের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে সেই দলে এই তিন ক্রিকেটার সকলেই রয়েছে। অক্ষর ও শ্রেয়স পুরোপুরি ফিট হয়ে গেল রোহিতের চিন্তা অনেকটা কমবে। কিন্তু সূর্যকুমার যাদবের বদলে বিশ্বকাপের মূল দলে অন্য কোনও ক্রিকেটার নেওয়া হবে কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।