ICC World Cup 2023: বিশ্বকাপে রোহিত শর্মা গড়তে পারেন ৫ মহারেকর্ড, ভাঙতে পারে সচিনের নজির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 Indian Team captain Rohit Sharma chance to set 5 records in ICC World Cup 2023: এবারের ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার কাঁধে গুরু দায়িত্ব। একদিকে যেমন ঘরের মাঠে দেশকে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন করার লক্ষ্য হিটম্যানের কাছে। ঠিক তেমন ওপেনিংয়ে দলের ইনিংসের ভিতও গড়তে হবে রোহিততে। একইসঙ্গে বিশ্নকাপে মোট ৫টি রেকর্ড গড়া সুযোগ রয়েছে রোহিত শর্মার কাছে।
advertisement
1/6

এবারের ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার কাঁধে গুরু দায়িত্ব। একদিকে যেমন ঘরের মাঠে দেশকে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন করার লক্ষ্য হিটম্যানের কাছে। ঠিক তেমন ওপেনিংয়ে দলের ইনিংসের ভিতও গড়তে হবে রোহিততে। একইসঙ্গে বিশ্নকাপে মোট ৫টি রেকর্ড গড়া সুযোগ রয়েছে রোহিত শর্মার কাছে।
advertisement
2/6
এখনও পর্যন্ত বিশ্বকাপে রোহিত শর্মার মোট ৬টি শতরান রযেছে। এখনও পর্যন্ত সচিন তেন্ডুলকরের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন রোহিত। এই বিশ্বকাপে এর একটি মাত্র শতরান করতে পারলেই সচিনের সর্বাধিক শকরানের রেকর্ড ভেঙে দেবেন রোহিত শর্মা।
advertisement
3/6
এখনও পর্যন্ত বিশ্বকাপে রোহিত শর্মার মোট রান ১৭টি ম্যাচে ৯৭৮। এই বিশ্বকাপে রোহিতের দরকার আর মাত্র ২২ রান। তাহলেই বিশ্বকাপের ইতিহাসে ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন হিটম্যান।
advertisement
4/6
গতবার বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন রোহিত শর্মা। মোট ৫টি শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। এবার যদি গোটা বিশ্বকাপে ৩৫২ রান করতে রোহিত তাহলে পঞ্চম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রানের মাইলস্টোন ছুয়ে ফেলবেন।
advertisement
5/6
বিশ্বকাপে তিনটি অর্ধশতরান হাঁকালে তিন ফর্ম্যাট মিলিয়ে মাত্র ষষ্ঠ ভারতীয় হিসাবে ১০০টি অর্ধশতরান করে ফেলবেন ভারতীয় অধিনায়ক। তিনি আপাতত ওয়ান ডেতে ৫২, টি-টোয়েন্টিতে ২৯ এবং টেস্টে ১৬টি হাফসেঞ্চুরি করেছেন।
advertisement
6/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেই প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৫৫০ আন্তর্জাতিক ছয় মারার রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা। ৫৫৩ ছয় মেরে শীর্ষে রয়েছেন ক্রিস গেইল। ফলে বিশ্বকাপে আর ৪টি ছয় মারতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছয়ের মালিক হবেন রোহিত।