ODI World Cup 2023 Viral: বিশ্বকাপের প্রথম ভাইরাল, খোঁজ মিলল শ্রেয়স আইয়ারের 'ডুপ্লিকেট'-এক আম্পায়ারের, দেখুন ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 Indian Cricketer Shreyas Iyer Look Alike Umpire Akshay Totre Picture super Viral: বিশ্বকাপের আবহে আরও এক ভারতীয় ক্রিকেটারের মত অবিকল দেখতে অপর এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল। সেই ক্রিকেটার হলেন টিম ইন্ডিয়ার তারকা মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার।
advertisement
1/6

কোনও খ্যাতনামা ব্যক্তির মত অবিকল দেখতে অপর কোনও ব্যক্তি হলে তাকে লুক অ্যালাইক বলা হয়। এর আগে একাধিক ভারতীয় ক্রিকেটারদের লুক অ্যালাইকদের দেখা গিয়েছে।
advertisement
2/6
এবার বিশ্বকাপের আবহে আরও এক ভারতীয় ক্রিকেটারের মত অবিকল দেখতে অপর এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল। সেই ক্রিকেটার হলেন টিম ইন্ডিয়ার তারকা মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার।
advertisement
3/6
আর সবথেকে উল্লেকযোগ্য বিষয় হল শ্রেয়সের লুক অ্যালাইক মিলল ক্রিকেট মাঠেই। যার সঙ্গে শ্রেয়স আইয়ারের মুখের মিল রয়েছে তিনি হলেন আম্পায়ার অক্ষয় টোট্রে।
advertisement
4/6
আম্পায়ার অক্ষয় টোট্রে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচে আম্পায়ারিং করেছেন। তখনই তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
advertisement
5/6
শ্রেয়স আইয়ারের সঙ্গে মুখের অবিকল মিল থাকায় বিশ্বকাপের মঞ্চে সবার প্রথম ভাইরাল হলেন আম্পায়ার অক্ষয় টোট্রে। যাকে নিয়ে তুমুল আলোচনা নেট দুনিয়ায়।
advertisement
6/6
ইতিমধ্যেই শ্রেয়স আইয়ারের সঙ্গে তাঁর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় মিম বানানো হয়েছে। অনেকেই তাঁকে মডার ছলে শ্রেয়স আইয়ারের ভাইও বলছেন। এক কথায় বিশ্বকাপে এখন লাইমলাইটে আম্পায়ার অক্ষয় টোট্রে।