Virat Kohli Diet During ICC World Cup 2023: বিশ্বকাপে ফিট থাকতে কী খাচ্ছেন বিরাট কোহলি? জানলে অবাক হবেন আপনিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 India vs South Africa Indian Team star Virat Kohli Diet During ICC World Cup 2023: ফিটনেস নিয়ে কতটা সচেতন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। চলতি একদিনের বিশ্বকাপের সময়ও বিরাট কোহলি একইভাবে নিজের ডায়েট মেনে চলছেন। বিরাট কোহলি। কী খাচ্ছেন বিরাট জানলে অবাক হবেন।
advertisement
1/6

ফিটনেস নিয়ে কতটা সচেতন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
advertisement
2/6
নিজেকে ফিট রাখতে মাঠে-জিমে গা ঘামানোর পাশাপাশি ডায়েট মেনে খাওয়া-দাওয়া থেকে এক চুলও এদিক-ওদিক করেন না কোহলি।
advertisement
3/6
চলতি একদিনের বিশ্বকাপের সময়ও বিরাট কোহলি একইভাবে নিজের ডায়েট মেনে চলছেন। বিরাট কোহলি। কী খাচ্ছেন বিরাট জানলে অবাক হবেন।
advertisement
4/6
ভারতীয় দলের বাকি ক্রিকেটারেরা সেদ্ধ এবং গ্রিল করা মাছ, মাংসের পদ খাচ্ছেন। কিন্তু মাছ বা মাংস ছুঁয়েও দেখছেন না বিরাট কোহলি।
advertisement
5/6
মূলত সেদ্ধ সবজি, সয়াবিন, মক মিট, মোমো, তোফুর বিভিন্ন পদ খাচ্ছেন বিরাট কোহলি। খুব অল্প তেল ও মশলা দিয়ে রান্না করা হচ্ছে এই সকল খাবার।
advertisement
6/6
প্রসঙ্গত, বিশ্বকাপের দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কা ম্যাচেও করেছেন ৮৮ রান। আগামি ম্যাচগুলিতে কোহলির ব্যাটে বিরাট ইনিংস দেখার অপেক্ষায় ফ্যানেরা।