ODI World Cup 2023: ইডেনে ভারত-পাকিস্তান মহারণ! স্বপ্নপূরণ হতে পারে কলকাতার, কীভাবে জানুন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023: মঙ্গলবার প্রকাশিত হয়েছে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সূচি। সেই সূচি অনুযায়ী ১৫ অক্টোবর ভারত বনাম পাকিস্তান মেগা ফাইট হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে ইডেনে ভারত-পাক হওয়ার সম্ভাবনা একটা রয়েছে।
advertisement
1/6

মঙ্গলবার প্রকাশিত হয়েছে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সূচি। সেই সূচি অনুযায়ী ১৫ অক্টোবর ভারত বনাম পাকিস্তান মেগা ফাইট হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
advertisement
2/6
আহমেদাবাদে খেলায় আপত্তি ছিল পাক দলের। ইডেনে খেলতে চেয়েছিল পিসিবি। কলকাতা তথা বাংলার ক্রিকেট প্রেমিরাও আশা করেছিল ভারত-পাক মহারণ দেখার। যদিও সেই আশা পূরণ হয়নি।
advertisement
3/6
৫ নভেম্বর ইডেনে গ্রুপ পর্বের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ছাড়া আর কোনও ভারতীয় দলের ম্যাচ পড়েনি ইডেন গার্ডেন্সে। তবে ১৬ নভেম্বর দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন।
advertisement
4/6
গ্রুপ পর্বের না পেলেও, কলকাতা সাক্ষী থাকতে পারে ভারত বনাম পাকিস্তান। সেমি ফাইনালে ইডেনে দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দলের। তার জন্য অবশ্য মিলতে হবে বেশকিছু অঙ্ক। এমনটাই দাবি করা হয়েছে ক্রিকইনফোর রিপোর্টে।
advertisement
5/6
ইএসপিএল ক্রিকইনফোয় প্রাকাশিত খবর অনুযায়ী যদি টিম ইন্ডিয়া যদি সেমিফাইনালে ওঠে তাহলে ওয়াংখেড়েতে খেলার কথা। কিন্তু যদি দেখা যায় ভারত এবং পাকিস্তান উভয়ই সেমিফাইানালে মুখোমুখি হয় সেক্ষেত্রে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়।
advertisement
6/6
তবে এই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি। আর যদি এমনটা হয় তাহলেও নির্ভর করছে ভারত ও পাকিস্তান দুই দলের সেমি ফাইনালে ওঠা ও নিয়ম অনুযায়ী মুখোমুখি যদি পড়ে তাহলে। তবে আশায় থাকতেই পারেন বাংলার ক্রিকেট প্রেমিরা।