ODI World Cup 2023: বিশ্বকাপে কবে ভারত-পাকিস্তান 'যুদ্ধ', প্রথম কবে মাঠে নামছে টিম ইন্ডিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023: সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর সূচি। এর আগে একচি খসড়া সূচি সামনে এসেছিল। তবে সরকারিভাবে ২৭ জুন মঙ্গলবার মুম্বইয়ে একচি অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষিত হল বিশ্বকাপের সম্পূর্ণ সূচি।
advertisement
1/6

ঘোষিত বিশ্বকাপের সূচি। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইসিসিওডিআই বিশ্বকাপ ২০২৩। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
advertisement
2/6
১৯ নভেম্বর আহমেদাবাদে হবে মেগা ফাইনাল। বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে কলকাতা ও মুম্বই। ১৫ নভেম্বর প্রথম সেমি মুম্বইতে ও ১৬ নভেম্বর দ্বিতীয় সেমি ইডেনে।
advertisement
3/6
এবার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। ফলে ভারতীয় দল কবে মাঠে নামবে তা নিয়ে কৌতুহল ছিল সকলের মধ্যে। ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।
advertisement
4/6
আর ভারত বনাম পাকিস্তান মহাযুদ্ধ হতে চলেছে ১৫ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হতে চলেছে এই মেগা ম্যাচ। পাকিস্তান আপত্তি জানালেও শেষ পর্যন্ত সেখানেই খেলতে হবে বাবরদের।
advertisement
5/6
এক ঝলকে দেখে নিন আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ টিম ইন্ডিয়ার সূচি- ৮ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই), ১১ অক্টোবর: ভারত বনাম আফগানিস্তান (দিল্লি), ১৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)
advertisement
6/6
১৯ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ (পুণে), ২২ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা), ২৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড (লখনউ), ২ নভেম্বর: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই), ৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা), ১১ নভেম্বর: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)