ICC World Cup 2023 India vs Afghanistan: ভারতীয় দলে ২-৩ পরিবর্তন! থাকতে পারে বড় চমক, আফগান ম্যাচে তৈরি নতুন ছক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 India vs Afghanistan match match preview IND vs AFG probable 11 indian Team may give big surprise in first eleven in ICC World Cup 2023: ১১ অক্টোবর প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে রয়েছে জল্পনা।
advertisement
1/8

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বুঝবার ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। প্রথম ম্যাচে অস্ট্রলিয়ার বিরুদ্ধে জয় দুরন্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। আর আগামি ১৪ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বুধে ভারতের সামনে আফগান চ্যালেঞ্জ।
advertisement
2/8
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও যে বিষয়টি সবথেকে বেশি চিন্তায় রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তা হল দলের টপ অর্ডারের ব্যর্থতা। অস্ট্রেলিয়া ম্যাচে ২ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। খাতাই খুলতে পারেননি রোহিত শর্মা, ঈশান কিশান ও শ্রেয়স আইয়ার।
advertisement
3/8
ওপেনিংয়ে ইনফর্ম শুভমান গিলের না থাকাটা একটু হলেও সমস্যায় ফেলছে দলকে। ডেঙ্গি আক্রান্ত শুভমান গিলের যা পরিস্থিতি তাতে শুধু আফগানিস্তান ম্যাচ নয়, পাকিস্তান ম্যাচেও তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে রোহিতের সঙ্গে ইনিংস শুরু করবেন ঈশানই।
advertisement
4/8
মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারকে একটু নড়বড়ে দেখিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে শতরান করলেও ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে শ্রেয়সের মধ্যে। তার জায়গায় আফগান ম্যাচে সুযোগ রয়েছে সূর্যকুমার যাদবকে দেখে নেওয়ার। অস্ট্রেলিয়ার সিরিজে ফর্মে ছিলেন সূর্যকুমারও। তারে খেলিয়ে ভারতীয় দল চমক দিতে পারে।
advertisement
5/8
এছাড়া পেস বোলিং অ্যাটাকে মহম্মদ সিরাজের জায়গায় সুযোগ পেতে পারেন মহম্মদ শামি। আফগান ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করে নিতে পারে ভারত। তবে একটি ম্যাচ সুযোগ দিয়ে কাওকে বসানো টা সঠিক হবে কিনা আর এক ম্যাচেই উইনিং কম্বিনেশন ভাঙাটা ঠিক হবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
advertisement
6/8
অপরদিকে, আফগানিস্তান বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হারের মুখ দেখেছে। রাশিদ খানদের মেন্টর প্রাক্তন ভারতীয় তারকা অজয় জাদেজা ভাল করেই জানেন দিল্লির মাঠে ভারতকে টেক্কা দেওয়াটা খুব একটা সহজ হবে নয়। তবুও সীমিত শক্তি নিয়ে টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছঁড়ে দিতে প্রস্তুত আফগানরা।
advertisement
7/8
এক ঝলকে দেখে নিন কেমন হতে পারে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশন, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার / সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ / মহম্মদ শামি।
advertisement
8/8
একঝলকে দেখে নিন আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জার্ডান, রহমত শাহ, হাসমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মহম্মদ নবি, নাজিবুল্লাহ জার্ডান, আজমাহতুল্লাহ ওমারজাই, রাশিদ খান, মুজিব উর রহমান, নভিন উল হক, ফজলহক ফারুকি।