KL Rahul: রাহুলের ব্যাটিং দেখে 'আদরে' ভরালেন আথিয়া! যা নেট দুনিয়ায় ঝড় তুলল মুহূর্তে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 Athiya Shetty s loving reaction goes viral after KL Rahul s Splendid Innings against Australia in ICC World Cup 2023: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল। ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। কেএল রাহুলের অনবদ্য ইনিংস দেখে নিজেকে ধরে রাখতে পারেননি আথিয়া শেট্টি। আদরে ভরিয়ে দিয়েছেন মনের মানুষকে।
advertisement
1/6

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল। ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
advertisement
2/6
ভারতের ২ রানে ৩ উইকেট থেকে চাপের মধ্যে ব্যাট করে বিরাট কোহলি ও কেএল রাহুল মিলে দলকে জয় এনে দেন। ৬ উইকেট প্রথম ম্যাচ জেতে ভারতীয় দল।
advertisement
3/6
কেএল রাহুলের অনবদ্য ইনিংস দেখে নিজেকে ধরে রাখতে পারেননি আথিয়া শেট্টি। আদরে ভরিয়ে দিয়েছেন মনের মানুষকে। সঙ্গে দিয়েছেন এমন বার্তা যা এখন ভাইরাল।
advertisement
4/6
কেএল রাহুলের ইনিংস ও ভারতের জয়ের পরই নিজের ইনস্টা স্টোরিতে রাহুলের একটি ম্যাচের মুহূর্তের ছবি শেয়ার করেন আথিয়া। সঙ্গে লেখেন, 'সর্বকালের সেরা ব্যক্তি'।
advertisement
5/6
এছাড়া একটি লাভ ইমোজিও শেয়া করেন আথিয়া। কেএল রাহুলকে ভালবেসে যেভাবে 'সর্বকালের সেরা ব্যক্তি' বলে আখ্যা দিয়েছেন তা এখন ভাইরাল। যা মন ছুয়ে গিয়েছে সকলের।
advertisement
6/6
প্রসঙ্গত, দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর চলতি বছরের ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। খারাপ সময়ে রাহুলের পাশেও থাকেন আথিয়া। বর্তমানে তাদের সুখী দাম্পত্য জীবন।