New Zealand vs Afghanistan: কোহলিদের ভরসা জোগালেন নাজিবুল্লাহ, ৪৮ বলে ৭৩ করে টানলেন আফগানিস্তানকে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
New Zealand vs Afghanistan: নিউ জিল্যান্ডের পেসারদের চোখে চোখ রেখে খেললেন আফগানিস্তানের জাদরান।
advertisement
1/5

নিউ জিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষ সামনে। এমন ম্যাচে ভয়ডরহীন ক্রিকেট খেলাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল আফগানদের সামনে। নাজিবুল্লাহ জাদরান কিন্তু কিউয়ি পেসারদের চোখে চোখ রেখে খেললেন।
advertisement
2/5
বোল্ট, সাউদি, মিলনেদের সামনে ধসে যায় আফগানিস্তানের টপ অর্ডার। শেষ পর্যন্ত পাঁচ নম্বরে নেমে হাল ধরলেন জাদরান। তিনি না থাকলে এদিন আফগানিস্তান কম রানে আটকে যেতে পারত।
advertisement
3/5
এই ম্যাচে আফগানিস্তান হেরে গেলে ভারতের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আর কোনও আশা থাকবে না। তবে ভারতীয় সমর্থক ও কোহলিদের ভরসা দিয়ে গেলেন নাজিবুল্লাহ জাদরান। মাত্র ৩৩ বলে তিনি হাফ সেঞ্চুরি করলেন।
advertisement
4/5
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ বলে ৬৩ রান করে খেলছেন জাদরান। শক্ত হাতে খেলছেন নিউ জিল্যান্ডের বোলারদের।
advertisement
5/5
শুরুতে আফগানিস্তান তিনটি উইকেট হারিয়ে ধুঁকছিল। জাদরান নামার পর যেন আফগানদের শরীরী ভাষাটাই বদলে গেল। বুকের পাটা দেখালেন জাদরান।