New Zealand vs Afghanistan: শুরু থেকেই ধুঁকছে আফগানিস্তান, ম্যাচ গড়াতেই মন ভাঙছে ভারতীয়দের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
New Zealand vs Afghanistan: আপাতত কিছুটা গতি পেয়েছে আফগানিস্তানের ইনিংস। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বড় স্কোর না করলে মুশকিল।
advertisement
1/5

ইংরেজি প্রবাদ- মর্নিং শোজ দ্য ডে। অর্থাত্ সকাল দেখে সারাটা দিন সম্পর্কে আন্দাজ করা যায়। এই প্রবাদের বাস্তব কোনও ভিত্তি থাকলে বলতে হয়, আজ ভারতীয় সমর্থকদের মন ভাঙতে পারে। কারণ কিউয়ি পেস অ্যাটাক সামলাতে গিয়ে শুরু থেকেই ধুঁকছে আফগানিস্তান।
advertisement
2/5
ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও টিম সাউদির দাপট সামলাতে পারেনি আফগানিস্তানের টপ অর্ডার। হাজরাতুল্লাহ জাজাই, মহম্মদ শাহজাদরা দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। ফলে শুরু থেকেই আফগানদের রান রেট চলছে খুব ধীর গতিতে।
advertisement
3/5
আজ নিউ জিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের উপর চলতি টি-২০ বিশ্বকাপে কোহলিদের ভাগ্য ঝুলছে। নিউ জিল্যান্ড জিতলে এবারের মতো ব্যাগ গুছিয়ে খালি হাতে কোহলিদের বাড়ি ফিরে আসতে হবে। আফগানিস্তান জিতলে আবার শেষ চারে ওঠার লড়াইয়ে ভেসে উঠবে ভারত। তবে আঝ জিতলেও আফগানিস্তানের তেমন কোনও লাভ নেই।
advertisement
4/5
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাজিবুল্লাহ জারদান ও গুবাদিন নাঈব ক্রিজে রয়েছেন। তাদের হাতে এখন আফগানিস্তানের ইংনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। আবার ভারতের বিশ্বকাপ ভাগ্যও নির্ভর করছে এই দুই আফগান ব্যাটসম্যানের উপর। তবে রান রেট বেশ স্লো চলছে আফগানদের।
advertisement
5/5
আসলে শক্তিশালী নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আফগানদের বড় স্কোর খাঁড়া করতে হবে। না হলে কিউয়ি ব্যাটিংকে চাপে ফেলা মুশকিল। তাই ভারতীয় সমর্থকদের চিন্তা। কারণ আফগানরা যেভাবে শুরু করেছেন তাতে বড় স্কোর খাঁড়া করা বেশ মুশকিল। অন্ততপক্ষে ১৭০ প্লাস রান করলে লড়াইয়ের মতো জায়গায় থাকবে আফগানিস্তান।