TRENDING:

হার্দিক-নাতাশার সম্পর্কে ফাটল! শীঘ্রই বিচ্ছেদ? টি-২০ বিশ্বকাপের আগে জোর জল্পনা

Last Updated:
Hardik Natasa Relation: মাঠ ও মাঠের বাইরে সময়টা খুব একটা ভাল যাচ্ছে না হার্দিক পান্ডিয়া। এবার স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন নিয়ে শিরোনামে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া।
advertisement
1/8
হার্দিক-নাতাশার সম্পর্কে ফাটল! শীঘ্রই বিচ্ছেদ? টি-২০ বিশ্বকাপের আগে জোর জল্পনা
সময়টা ভাল যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। অধনায়ক হিসেবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেও তাঁর দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। লিগ টেবিলে 'লাস্ট বয়' হয়েছে মুম্বই। নিজেও চেনা ছন্দে নেই তারকা অলরাউন্ডার। টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে হার্দিকের সুযোগ পাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন।
advertisement
2/8
এবার স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন নিয়ে শিরোনামে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে জোর জল্পনা চলছে। সম্প্রতি নাতাশা হার্দিক পান্ডিয়ার তার ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছেন।
advertisement
3/8
তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্কের ফাটল নিয়ে জল্পনা শুরু হয়। তবে তাদের মধ্যে কতটুকু সত্যতা লুকিয়ে আছে, তার কোনও সুনির্দিষ্ট উত্তর দেননি এই দম্পতি। হার্দিক পান্ডিয়া ও নাতাশার বিয়ে হয়েছে ৪ বছর। ২০২০ সালের মে মাসে হার্দিক পান্ডিয়া নাতাশাকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর হার্দিক ও নাতাশা পুত্র সন্তান হয়।
advertisement
4/8
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় হার্দিক পান্ডিয়া। পরিবার সহ একাধিক ছবি শেয়ার করেন। তবে এসবের মাঝেই হার্দিক ও নাতাশার সম্পর্কে ফাটলের গুঞ্জনও সামনে আসছে। এখন দেখার বিষয় তাদের মধ্যে কতটুকু সত্যতা লুকিয়ে আছে।
advertisement
5/8
হার্দিক ও নাতাশার সম্পর্কের ফাটলের জল্পনার বিষয়টি সামনে আসে ৪ মার্চ। ওই দিন নাতাশাব জন্মদিন ছিল। কিন্তু স্ত্রী নাতাশার জন্মদিনে কোনও পোস্ট করেননি। এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে যথেষ্ট সংশয়। তবে এখনও নিজের ইনস্টাগ্রাম থেকে স্বামীর সঙ্গে তোলা ছবি সরাননি নাতাশা।
advertisement
6/8
হার্দিক পান্ডিয়া ও নাতাশার প্রেম কাহিনী শুরু হয়েছিল মুম্বইয়ের একটি পার্টি চলাকালীন। এখানেই দুজনের প্রথম দেখা হয় এবং দুজনের বন্ধুত্ব হয়। এরপরই দু'জনে একসঙ্গে অনেকটা সময় কাটাতে শুরু করেন। পরে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছিল।
advertisement
7/8
এরপরই বেশ কিছুদিন একে অপরের সঙ্গে ডেট করতে থাকেন দু'জনে। দু'জনেই নিজেদের সম্পর্কের কথা গোপন রেখেছিলেন। লকডাউন শেষ হওয়ার পর ২০২০ সালে বিয়ে করে প্রকাশ্যে প্রেম করেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা।
advertisement
8/8
দু'জনেই এখন মুম্বইয়ে থাকেন। গত কয়েকদিন ধরেই দুজনের সম্পর্ক নিয়ে নানা খবর শিরোনামে আসছে। এখন তাদের সম্পর্কের মধ্যে ফাটলের গুজবও দ্রুত ছড়াচ্ছে। তবে সত্যিটা জানার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
বাংলা খবর/ছবি/খেলা/
হার্দিক-নাতাশার সম্পর্কে ফাটল! শীঘ্রই বিচ্ছেদ? টি-২০ বিশ্বকাপের আগে জোর জল্পনা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল