TRENDING:

Mustafizur Rahman Replacement: মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কেকেআর, পরিবর্তে মার্কো জেনসেনের যমজ ভাই!

Last Updated:
Mustafizur Rahman Replacement: KKR-কে মুস্তাফিজুর রহমানের  (Mustafizur Rahman)-র বদলি হিসেবে Marco Jansen-এর যমজ ভাইকে সাইন করার পরামর্শ
advertisement
1/9
মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কেকেআর, পরিবর্তে মার্কো জেনসেনের যমজ ভাই!
কলকাতা : বিভিন্ন রাজনৈতিক ডেভলপমেন্টের কারণে প্রতিবেশী দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আইপিএল ২০২৬-শুরুর আগেই মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই৷ এরপরেই মুস্তাফিজুরের বদলি কে হবেন তা নিয়ে প্রচুর চিন্তাভাবনা শুরু করেছে কেকেআর থিঙ্কট্যাঙ্ক৷
advertisement
2/9
Marco-র যমজ ভাই ডুয়ান (Duan) ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)-র হয়ে KKR-এর বিরুদ্ধে এক ম্যাচ খেলেছিলেন, আর সেই ম্যাচে উনি রিঙ্কু সিং (Rinku Singh)-র উইকেট নিয়েছিলেন।
advertisement
3/9
কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)-কে ৯.২০ কোটি টাকায় Indian Premier League (IPL) ২০২৬-র অকশনে আবু ধাবিতে ১৬ ডিসেম্বর, ২০২৫-এ সাইন করেছিল। কিন্তু এই বাঁ-হাতি পেসার ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আসরে খেলতে পারবেন না, কারণ BCCI শনিবার (৩ জানুয়ারি) ‘সাম্প্রতিক পরিস্থিতি’র জন্য KKR-কে ওঁকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বলেছে।
advertisement
4/9
BCCI-র সেক্রেটারি দেবজিত সালকিয়া (Devajit Saikia) সংবাদ সংস্থা বলেছিলেন, “সাম্প্রতিক পরিস্থিতির কারণে, BCCI ফ্র্যাঞ্চাইজি KKR-কে বলেছে ওদের একজন প্লেয়ার, Mustafizur Rahman (Bangladesh)-কে স্কোয়াড থেকে ছেড়ে দিতে, আর BCCI এটাও বলেছে, যদি ওরা কোনো বদলি চায়, তাহলে BCCI সেটা অনুমতি দেবে৷”
advertisement
5/9
মুস্তাফিজুরকে IPL ২০২৬ স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর, KKR-র সামনে একজন বদলি প্লেয়ার নেওয়ার সুযোগ থাকবে, আর এখনও অনেক ভালো প্লেয়ার পাওয়া যাচ্ছে।
advertisement
6/9
কিন্তু প্রাক্তন কলকাতার নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আর বাংলার উইকেটকিপার-ব্যাটার শ্রীবৎস গোস্বামী (Shreevats Goswami) যিনি IPL-এ রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) আর সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-র হয়ে খেলেছেন তিনি কেকেআরক বিকল্প বোলারের পরামর্শ দিয়েছেন৷  শাহরুখ খানের দলের  উচিত দক্ষিণ আফ্রিকার (South Africa)-র ফাস্ট-বোলিং অলরাউন্ডার Marco Jansen-এর যমজ ভাই ডুয়ান জেনসেন (Duan Jansen)-কে মুস্তাফিজুরের বদলি হিসেবে নেওয়া উচিত৷
advertisement
7/9
“মার্কো জেনসেন (Marco Jansen)-র ভাই ডুয়ান জেনসেন (duan Jansen) @KKRiders-এর জন্য খারাপ অপশন না। একরকম প্লেয়ার, আর ও ব্যাটও ভাল করতে পারে। ওকে নাও @KKRiders,” Goswami এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
advertisement
8/9
ডুয়ান -মার্কো  Marco-র মতোই, ফাস্ট-বোলিং অলরাউন্ডার আর ও ২০২৩ সালে Mumbai Indians-এর হয়ে এক IPL ম্যাচ খেলেছে। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার Klerksdorp থেকে, আর এখন Joburg Super Kings-এর হয়ে SA২০ ২০২৫-২৬ খেলছে। Faf du Plessis-এর টিমের হয়ে প্রথম ম্যাচে, ও ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়ে Pretoria Capitals-এর বিরুদ্ধে ২৭ ডিসেম্বর, ২০২৫-এ Player Of The Match অ্যাওয়ার্ড পেয়েছিল।
advertisement
9/9
Duan, সবমিলিয়ে, এখনও পর্যন্ত ৪৮টা T২০ ম্যাচ খেলেছে পাঁচটা টিমের হয়ে – Mumbai Indians, MI Cape Town, Joburg Super Kings, St Kitts and Nevis Patriots আর North West। আর ওই ৪৮ ম্যাচে, ও ৪৬টা উইকেট নিয়েছে, সঙ্গে ব্যাট হাতে ৩২৯ রান করেছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Mustafizur Rahman Replacement: মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কেকেআর, পরিবর্তে মার্কো জেনসেনের যমজ ভাই!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল