ম্যাচ জেতার আগেই লাফাতেন! বাংলাদেশের সেই ক্রিকেটার অবসর নিলেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
mushfiqur rahim retires: ধোনি তাঁকে 'অওকাত' বুঝিয়েছিলেন। বাংলাদেশের সেই তারকা ক্রিকেটার অবসর নিলেন।
advertisement
1/6

ম্যাচ জেতার আগে লাফাতে নেই। এটা তাঁকে বুঝিয়ে দিয়েছিলেন এম এস ধোনি। বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম এবার টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন।
advertisement
2/6
২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচের কথা হয়তো অনেকেরই মনে আছে! ওই ম্যাচে ভারত জিতেছিল। তবে সেদিন ম্যাচ শেষ হওয়ার আগেই জয়ের আনন্দে লাফালাফি করেছিলেন মুশফিকুর রহিম। শেষমেশ মহেন্দ্র সিং ধোনি তাঁকে বিদ্যুৎগতিতে রান আউট করে বুঝিয়ে দিয়েছিলেন. ম্যচ শেষ হওয়ার আগে লাফাতে নেই।
advertisement
3/6
সেদিন চিন্নস্বামী স্টেডিয়ামে ভারতীয় দল ৭ উইকেটে ১৪৬ রান তুলেছিল। শুরুটা ভালই করেছিল বাংলাদেশ। একট সময় জয়ের জন্য ৩ বলে ২ রান দরকার ছিল বাংলাদেশের। তখনই ক্রিজে থাকা মুশফিকুর হঠাৎ আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছিলেন।
advertisement
4/6
পর পর দুবলে হার্দিক পান্ডিয়া বাংলাদেশের দুটি উইকেট তুলে নেন। ফলে বাংলাদেশের জেতার জন্য ১ বলে ২ রান দরকার হয়। বাংলাদেশ তখন ম্যাচটাকে সুপার ওভারে টানার চেষ্টা করছিল।
advertisement
5/6
শেষ বল অফ স্টাম্পের বেশ বাইরে করেন পান্ডিয়া। বল চলে যায় ধোনির কাছে। তবে ব্যাটার ছুটতে শুরু করে। ধোনি ছুটে এসে উইকে ভেঙে দেন। রান আউট হন মুশফিকুর। জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।
advertisement
6/6
মুশফিকুর জানিয়েছেন, টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেও তিবি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন।