TRENDING:

Ms Dhoni: ধোনি আর চেন্নাইয়ের ক্যাপ্টেন নন! IPL শুরুর মুখেই বিরাট ঘটনা! নতুন অধিনায়ক কে?

Last Updated:
Ms Dhoni: দলের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক হিসেবে অনেক ভালো বিকল্প হতে পারেন বলে আলোচনা চলছিলই।
advertisement
1/8
ধোনি আর চেন্নাইয়ের ক্যাপ্টেন নন! IPL শুরুর মুখেই বিরাট ঘটনা! নতুন অধিনায়ক কে?
চেন্নাই: আইপিএল শুরুর আগেই বড় ঘটনা চেন্নাই সুপার কিংস-এ। অধিনায়কত্ব পদ ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর জায়গায় নতুন অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়ার।
advertisement
2/8
আইপিএল টুর্নামেন্ট শুরু হবে এবং চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছিলই। মহেন্দ্র সিং ধোনি ইতিমধ্যেই ৪২ বছর বয়সে পা রেখেছেন। গত ৩-৪ মরশুম ধরেই ধোনির অধিনায়কত্ব নিয়ে কথাবার্তা চলছিলই। রবীন্দ্র জাদেজাকে কয়েকটা ম্যাচের জন্য অধিনায়ক করা হয়েছিল।
advertisement
3/8
কিন্তু, দলের পারফরম্যান্স ক্রমশ খারাপ হওয়ায় তাঁকে সরিয়ে আবারও ধোনিকেই নিয়ে আসা হয়েছিল। ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে পঞ্চম আইপিএল টুর্নামেন্ট খেতাব জয়ের পাশাপাশি ট্রফি তালিকায় মুম্বই ইন্ডিয়ান্সকে স্পর্শ করে ফেলেছে।
advertisement
4/8
আশঙ্কা করা হচ্ছে, এটাই ধোনির শেষ আইপিএল মরশুম হতে পারে। যদি তেমনটাই হয়, তাহলে চেন্নাই সুপার কিংস দলের কাউকে এই দায়িত্বটা পরের বছর থেকে গ্রহণ করতেই হত। কিন্তু তার আগেই সেই দায়িত্ব পেয়ে গেলেন ঋতুরাজ।
advertisement
5/8
নতুন কাউকে চেন্নাইয়ের দায়িত্বে আনতে হবে, যিনি এই দায়িত্বটা সূচারুভাবে পালন করতে পারেন। তা নিয়ে ম্যানেজমেন্ট আলোচনা করছিলই। ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস দলের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছিলেন, যে ধোনির পর চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।
advertisement
6/8
কিন্তু, এমএস ধোনির উত্তরাধিকারী বেছে নেওয়ার ব্যাপারে দলের মালিক এন শ্রীনিবাসন জানিয়েছিলেন, এই সিদ্ধান্তটা একেবারেই মহেন্দ্র সিং ধোনি এবং দলের উপর ছেড়ে দেওয়া উচিত।
advertisement
7/8
দলের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় অধিনায়ক হিসেবে অনেক ভালো বিকল্প হতে পারেন বলে আলোচনা চলছিলই। ২০২৩ এশিয়ান গেমসে ঋতুরাজ টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন এবং তাঁর অধিনায়কত্বেই ভারতীয় ক্রিকেট দল সোনার পদক জয় করে।
advertisement
8/8
গত মরশুমে তিনি চারটে হাফসেঞ্চুরির দৌলতে ৫৯০ রান করেছেন। পাশাপাশি কোনও বিতর্কেও এখনও পর্যন্ত তাঁর নাম জড়ায়নি। তাঁর উপরে ধোনি ভরসা করতেই পারেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Ms Dhoni: ধোনি আর চেন্নাইয়ের ক্যাপ্টেন নন! IPL শুরুর মুখেই বিরাট ঘটনা! নতুন অধিনায়ক কে?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল