'INDIA নামটা বদলে দিন', প্রধানমন্ত্রীর কাছে দাবি শামির স্ত্রী হাসিন জাহানের
- Published by:Suman Majumder
Last Updated:
Mohammed Shami Hasin Jahan: প্রধানমন্ত্রীর কাছে দেশের নাম বদলানোর আর্জি হাসিন জাহানের।
advertisement
1/7

India নামটা বদলে দিন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমনই আবদার করলেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান।
advertisement
2/7
তিনি এদিন লেখেন- আমাদের দেশ, আমাদের সম্মান। আই লাভ ভারত। আমাদের দেশের নাম ভারত বা হিন্দুস্তান হওয়া উচিত।
advertisement
3/7
হাসিন আরো বলেছেন, সারা বিশ্ব যেন আমাদের দেশকে ভারত বা হিন্দুস্তান হিসেবে চেনে।
advertisement
4/7
একটি ভিডিও শেয়ার করেছেন হাসিন। সেখানে দেশাত্মবোধক গানের তালে নাচছেন তিনি।
advertisement
5/7
২০১৪ সালে মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের নিকাহ্ হয়েছিল। ২০১৮ সালে শামির বিরুদ্ধে গার্হস্থ হিংসা সমেত একাঝধিক অভিযোগ করেন হাসিন।
advertisement
6/7
মহম্মদ শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এর মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। বিসিসিআই তদন্ত করে অবশ্য শামিকে নির্দোষ বলে জানিয়েছিল।
advertisement
7/7
দেশের নাম বদলানোর প্রস্তাব দেওয়ার পর অনেকেই হাসিন জাহানকে ট্রোল করছেন।