Mithali Raj Record: ধন্য়ি মেয়ে! মিতালি রাজের মহারেকর্ড, এবার ছুঁয়ে ফেললেন এমএস ধোনিকে
- Published by:Suman Majumder
Last Updated:
India women vs New Zealand Women 5th ODI: একের পর এক রেকর্ড। কোথায় গিয়ে থামবেন মিতালি রাজ (Mithali Raj)!
advertisement
1/6

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ (2022 Womens Cricket World Cup) আগামী মাসে আয়োজিত হys। ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। তার আগে ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গিয়েছে মিতালি রাজের ভারতীয় দল। তবে ৫ ম্যাচের সিরিজে ১-৪ ব্যবধানে হেরেছে ভারত। যদিও মিতালি রাজ মহারেকর্ড গড়েছেন।
advertisement
2/6
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে শেষ ম্যাচটি আজ অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি খেলা হয়েছে। এই ম্যাচে ৬ উইকেটে জিতেছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৯ উইকেটে ২৫১ রান করে। জবাবে ভারত লক্ষ্য অর্জন করে ৪ উইকেটে। ৪ ওভার খেলা বাকি থাকতে।
advertisement
3/6
পঞ্চম ওয়ানডেতে ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনার ব্যাটার স্মৃতি মান্ধানা। ৮৪ বলে ৭১ রান করেন তিনি। মেরেছেন ৯টি চার। এছাড়া হরমনপ্রীত কৌর ৬৬ বলে ৬৩ রান করেন এবং মিতালি রাজ ৬৬ বলে অপরাজিত ৫৪ রান করেন।
advertisement
4/6
বিশ্বকাপের আগে এমন জয় দলের মনোবল চাঙ্গা করবে। এদিকে অধিনায়ক মিতালি রাজ ৫০ বার অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫০ রানের বেশি ইনিংস খেলেছেন। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এমনটা করলেন তিনি। পুরুষদের ক্যাটাগরির কথা বললে, মাত্র ২ জন ক্রিকেটার এমন রেকর্ড করতে পেরেছেন।
advertisement
5/6
অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ভারতের এমএস ধোনি ৫০ বার অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫০-এর বেশি রান করেছেন। পন্টিং ৭৩ বার আর ধোনি ৫৩ বার করেছেন। পুরুষদের বিভাগে বিরাট কোহলি ৪৮ বার এমন রেকর্ড করেছেন এবং তিনি তিন নম্বরে রয়েছেন।
advertisement
6/6
মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে মোট ৮টি দল মাঠে নামবে। ৩১টি ম্যাচ খেলা হবে। ভারত ছাড়াও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান খেলবে। প্রবেশ করছে। প্রতিটি দলকে ৭টি করে লিগ ম্যাচ খেলতে হবে। সেরা ৪টি দল যাবে সেমিফাইনালে। ভারতীয় মহিলা দল এখনও ওয়ানডে বিশ্বকাপের খেতাব জিততে পারেনি।