Parashar Joshi: ইন্ডিয়ান আইডলের গায়ক এবার আইপিএলে আম্পায়ার! তিনিই আবার শ্রেয়স আইয়ারের ডুপ্লিকেট! কে তিনি?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Parashar Joshi: একসময় মাউথ পিস হাতে কাঁপিয়েছেন ইন্ডিয়ান আইডলের মত রিয়েলিটি শোয়ের মঞ্চ। সেই ব্যক্তিই এবার আইপিএলে পালন করছেন আম্পায়ারের ভূমিকা। তিনিই আবার ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের ড্যামি।
advertisement
1/5

একসময় মাউথ পিস হাতে কাঁপিয়েছেন ইন্ডিয়ান আইডলের মত রিয়েলিটি শোয়ের মঞ্চ। সেই ব্যক্তিই এবার আইপিএলে পালন করছেন আম্পায়ারের ভূমিকা। তিনিই আবার ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের ড্যামি।
advertisement
2/5
আইপিএল ২০২৫ তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। নাম পরাশর যোশী। সঙ্গীত একসময় প্রথম পছন্দ ছিল পরাশরের। ২০০৮ সালে ইন্ডিয়ান আইডলের চতুর্থ মরশুমে তিনি দ্বিতীয় রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন। এখনও গান করেন তিনি।
advertisement
3/5
কিন্তু গানের পাশাপাশি ক্রিকেটও ছিল তার খুব পছন্দের। চিনের অন্ধ ভক্ত পরাশর নিজেও পুণেতে ক্লাব ক্রিকেট খেলেছেন। পড়াশোনাতে খুবই ভা পরাশর। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তিনি। তব সবকিছু ছেড়ে আম্পায়ারিংকে বেছে নিয়েছেন পেশা হিসেবে।
advertisement
4/5
খেলাকে ভালবাসার কারণে ক্রিকেট ছাড়লেও আম্পায়ার হওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন। ২০১৫ সালে বিসিসিআই আম্পায়ারের স্বীকৃতি পান পরাশর। রঞ্জি ট্রফি, ডব্লুউপিএলের পর এবার আইপিএলে আম্পায়ারিং করছেন পরাশর।
advertisement
5/5
এই সবকিছুর পাশাপাশি নিজের লুকসের কারণেও চর্চায় পরাশর যোশী। তাঁকে অনেকটা শ্রেয়স আইয়ারের মত দেখতে বলে মনে করা থাকেন অনেকে। ক্রিকেটার না হয়েও গান-আম্পায়ার-ড্যামি ইত্যাদি একাধিক কারণে তারকা হয়ে উঠেছেন পরাশর।