TRENDING:

Asia Cup 2023 Female TV Presenters: এশিয়া কাপে সুন্দরীদের মেলা! এবার মাঠের বাইরেও থাকবে আলাদা আকর্ষণ

Last Updated:
Asia Cup 2023 Female TV Presenters: বর্তমানে ক্রিকেটের সঙ্গে গ্ল্যামারের সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে জড়িত। ম্যাচ শুরুর আগে-মাঝে-শেষে সঞ্চালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ৩ জন মহিলা সঞ্চালক থাকছে এবার এশিয়া কাপের জন্য। যারা শুধু রুপের জন্য নয়, ক্রিকেটীয় জ্ঞানের জন্য যথেষ্ট খ্যাতি অর্জন করেছে।
advertisement
1/6
Asia Cup 2023: এশিয়া কাপে সুন্দরীদের মেলা! এবার মাঠের বাইরেও থাকবে আলাদা আকর্ষণ
আর কয়েক দিনের অপেক্ষা। ৩০ অগাস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়তে চলেছে এশিয়া কাপের। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুটি দেশে হাইব্রিড মডেলে হতে চলেছে এবারের এশিয়া সেরা হওয়ার লড়াই।
advertisement
2/6
সামনেই একদিনের বিশ্বকাপ থাকায় এবারের এশিয়ার কাপ হচ্ছে ৫০ ওভারের ফর্ম্যাটে। মোট ৬টি দেশ নিয়ে হবে এবারের এশিয়া কাপ। মোট ২টি গ্রুপে থাকবে ৩টি করে দল। উভয় গ্রুপ থেকে ২টি করে দল পরের রাউন্ডে পৌছবে। সেখান থেকে সেরা ২ ফাইনালে।
advertisement
3/6
বর্তমানে ক্রিকেটের সঙ্গে গ্ল্যামারের সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে জড়িত। ম্যাচ শুরুর আগে-মাঝে-শেষে সঞ্চালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ৩ জন মহিলা সঞ্চালক থাকছে এবার এশিয়া কাপের জন্য। .ারা শুধু রুপের জন্য নয়, ক্রিকেটীয় জ্ঞানের জন্য যথেষ্ট খ্যাতি অর্জন করেছে।
advertisement
4/6
এশিয়া কাপের মহিলা সঞ্চালকদের তালিকায় প্রথমেই নাম রয়েছে মায়ান্তি লাঙ্গারের। দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পন্ন মায়ান্তির বিষয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে। মাঝে কিছুটা বিরতি নিলেও ফের নিজের কাজে স্বমহিমায় ফিরেছেন গ্ল্যামারস মায়ান্তি।
advertisement
5/6
তালিকায় রয়েছে পাকিস্তানের জনপ্রিয় সঞ্চালক জইনব আব্বাস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ সব ধরনের ক্রিকেটেই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। জইনব আব্বাসের রুপও সকলকে মুগ্ধ করে। সম্প্রচরকারী চ্যানেলের হয়ে এশিয়া কাপে দেখা যাবে জইনবকে।
advertisement
6/6
তৃতীয় সঞ্চালক হিসেবে তালিকায় রয়েছে জৈতি খেরার নাম। ৩ মহিলা সঞ্চালকের মধ্যে জৈতির অভিজ্ঞতা কম। আইপিএল ২০২৩-এই টিভি প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Asia Cup 2023 Female TV Presenters: এশিয়া কাপে সুন্দরীদের মেলা! এবার মাঠের বাইরেও থাকবে আলাদা আকর্ষণ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল