'বাংলাদেশের মেরি কম'! রুকসানা বেগমের লড়াই লাখ লাখ মেয়েদের বেঁচে থাকার অক্সিজেন
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

'বাংলাদেশের মেরি কম '! রুকসানা বেগমের লড়াই লাখ লাখ মেয়েদের বেঁচে থাকার অক্সিজেন
advertisement
2/8
এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশনসের আয়োজনে এই বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে ইংল্যান্ড থেকে পরশু ঢাকায় এসেছেন রুকসানা
advertisement
3/8
লড়াই করে বেঁচে থাকার নামই জীবন’—কথাটা রুকসানা বেগমের চেয়ে ভালো কেই–বা বুঝতে পেরেছেন! বক্সিং রিংয়ে লড়তে হয় প্রতিপক্ষের সঙ্গে। কিন্তু রিংয়ের বাইরেও যে পাহাড় সমান লড়াই করতে হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বক্সারকে, লড়তে হয়েছে নিজের পরিবার, সমাজের সঙ্গেও
advertisement
4/8
কখনো জিমনেসিয়ামে অনুশীলনে সতীর্থ বক্সারের বাজে আচরণের শিকার হয়েছেন। শারীরিক গড়ন আর উচ্চতা (৫ ফুট ৩ ইঞ্চি) নিয়ে শুনেছেন নেতিবাচক কথা
advertisement
5/8
মূলত শেকড়ের টানে বাংলাদেশের বক্সিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ রুকসানার। ও হ্যাঁ, বলাই হয়নি—রুকসানার আদি বাড়ি সিলেটের বালাগঞ্জে
advertisement
6/8
ছোটবেলা থেকেই মারামারির খেলাটা পছন্দ রুকসানার, ‘ছোটবেলা টেলিভিশনে ব্রুসলিকে দেখতে অনেক ভালো লাগত। আমি তাঁর বড় ভক্ত ছিলাম
advertisement
7/8
ক্যারিয়ারের প্রথম ট্রফিটা তো সবার সামনে বাড়িতে আনতেই পারেননি ভয়ে, ‘একটা পলিথিনের ব্যাগে মুড়িয়ে প্রথম জেতা ট্রফিটা বাড়িতে আনি। যাতে বাবা এটা দেখতে না পান
advertisement
8/8
একে তো মুসলিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত, এর ওপর একজন নারী। সব মিলিয়ে রুকসানার জন্য বক্সার হয়ে ওঠাটা সহজ ছিল না