'কে সচিন?', এমন কথা বলা সেই সুন্দরী টেনিস তারকাকে মনে আছে? এখন তিনি ৩৬
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Maria Sharapova: সচিন তেন্ডুলকরকে তিনি নাকি চেনেন না। সেই টেনিস সুন্দরীকে তার পর অনেক কথা হজম করতে হয়েছিল।
advertisement
1/6

সচিন তেন্ডুলকরকে তিনি চিনতেন না। বলেছিলেন, কে সচিন? তাই নিয়ে বিস্তর কথা শুনতে হয়েছিল টেনিস সুন্দরী মারিয়া শারাপোভাকে।
advertisement
2/6
সেই মারিয়া শারাপোভা এখন ৩৬। বিয়ে হয়ে গিয়েছে। শারাপোভা মা-ও হয়েছেন।
advertisement
3/6
সম্প্রতি মিয়ামিতে একটি বিজনেস সামিটে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকেই কিছু ছবি শেয়ার করেছেন শারাপোভা।
advertisement
4/6
এখনও যেন তিনি আগের মতোই সুন্দরী। শারাপোভা জানিয়েছিলেন, তিনি ত্বকের বিশেষ যত্ন নেন। মাইক্রোডার্মাব্রেশন পদ্ধতির মাধ্যমে। কারণ তাঁকে অনেকটা সময় রোদে থাকতে হয়।
advertisement
5/6
শারাপোভা যখন আন্তর্জাতিক সার্কিটে খেলতেন তখন দিনে ৫-৬ ঘণ্টা ট্রেনিং করতেন।
advertisement
6/6
খেলা ছাড়ার পর এখনও নিয়মিত কার্ডিও এক্সারসাইজ করেন মারিয়া শারাপোভা।