Ayush Badoni: ভারতে জন্মানো 'এবি ডিভিলিয়ার্স'! ২৩ বছরের ছেলে এবারের আইপিএলে সুপারস্টার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ayush Badoni: ৩৬০ ডিগ্রি শট খেললেন। ভারতের এবি ডিভিলিয়ার্সকে চেনেন?
advertisement
1/5

২৩ বছর মাত্র বয়স তাঁর। এত তাড়াতাড়ি তাঁর ব্যাপারে ভবিষযদ্বাণঈ করা ঠিক হবে না হয়তো। তবুও এই ছেলে এখনই আইপিএলের তারকা।
advertisement
2/5
২০১৮ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এই ছেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ বলে ৫২ রান করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার সেই আয়ূষ বাদোনি আইপিএলের অসাধারণ পারফর্ম করলেন।
advertisement
3/5
লখনউয়ের ক্যাপ্টেন কে এল রাহুল ম্যাচ শেষে বলেছিলেন, আয়ূষ বাদোনি তাঁদের দলে বেবি এবি নামে পরিচিত। মাঠের যে কোনও পজিশনে শট খেলতে পারেন ২৩ বছর বয়সী এই ব্যাটার।
advertisement
4/5
সােমবার ম্যাচ দেখার পর অনেকেই বলছেন, আয়ূষ বাদোনি ভারতে জন্মানো এবি ডিভিলিয়ার্স। ৩৬০ ডিগ্রি শট খেলতে পারেন আয়ূষ। মাঠের যে কোনও পজিশনে শট খেলতে ওস্তাদ তিনি।
advertisement
5/5
সোমবার লখনউ সুপার জায়েন্টসকে ৫ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। তবে এই ম্যাচে লখনউয়ের আয়ূষ বাদোনি দুর্দান্ত ব্যাটিং করলেন। ৪১ বলে ৫৪৫ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি।