Lip Kiss: মহিলার ঠোঁটে চুমু খাওয়া, এবার হাড়েহাড়ে টের পাচ্ছেন স্প্যানিশ ফুটবল বস, এবার চরম শাস্তি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Lip Kiss: কী করে কোনও মহিলাকে অনুমতি ছাড়া ঠোঁটে চুম্বন করতে পারেন, তোলপাড় বিশ্ব!
advertisement
1/5

মহিলা ফুটবল বিশ্বকাপে স্পেন বিশ্বসেরা হওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন স্প্যানিশ ফুটবলের প্রধান বা স্প্যানিশ ফুটবল এফএ প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস৷ বিশ্বজয়ের সেলিব্রেশনের সময়, পুরস্কার বিতরণের সময় তিনি আত্মহারা হয়ে কখনও কোনও মহিলা ফুটবলারকে কোলে তুলে নিচ্ছিলেন৷
advertisement
2/5
তবে সবচেয়ে বাড়াবাড়ি সেটা করেন সেটা মহিলা ফুটবলার জেনি হারমোসেকে ঠোঁটেই চুমু খেয়ে ফেলেন৷ তারপর থেকে তোলপাড় বিশ্ব৷ এরই জেরে ক্রমশ কোনঠাসা হচ্ছেন তা বুঝতে শুরু করেন লুই রুবিয়ালেস৷ একদিন আগেই ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাঁর বিরুদ্ধে তদন্তে শুরু করেছে৷ ফলে পদ হারানো সময়ের অপেক্ষা তা বুঝতে পেরেছেন অভিজ্ঞ প্রশাসনিক কর্তা বুঝেছেন যে পদ হারানো সময়ের অপেক্ষা তাই পদ ছাড়তেও রাজি এমনটাই জানিয়েছেন তিনি৷
advertisement
3/5
রবিবার সিডনিতে বিশ্বকাপ ফাইনালে তাঁর আচরণের তীব্র সমালোচনার পরে স্প্যানিশ এফএ সভাপতি লুইস রুবিয়ালেস শুক্রবার পদত্যাগ করতে চলেছেন, এমনটাই স্প্যানিশ প্রতিবেদনে বলা হয়েছে৷
advertisement
4/5
ফিফা ৪৬ বছর বয়সী লুইস রুবিয়ালেস বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করবে৷ তিনি স্পেন বনাম ইংল্যান্ড ফাইনালে স্পেনের জয়ের সময় আবেগে আত্মহারা হয়ে নানা কাণ্ড ঘটাচ্ছিলেন৷ সবচেয়ে বড় বাড়াবাড়িটা হয় যখন স্পেনের মিডফিল্ডার জেনি হার্মোসোকে ঠোঁটেই চুম্বন করে ফেলেন তিনি৷
advertisement
5/5
বৃহস্পতিবার বিকেলে জারি করা এক বিবৃতিতে ফিফা বলেছে: “ঘটনাগুলো ফিফার ডিসিপ্লিনারি কোডের আর্টিকেল ১৩ এবং ২ লঙ্ঘন হতে পারে। ফিফা ডিসিপ্লিনারি কমিটি শুধুমাত্র এই শৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে আরও খতিয়ে দেখে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ ফিফা সমস্ত ব্যক্তির অখণ্ডতা ও সম্মানকে সর্বোচ্চ স্তরে রাখে৷ সেখানে যদি কোনও কিছু লঙ্ঘিত হয় তাহলে ফিফার ডিসিপ্লিনারি কমিটি কঠিনতম সিদ্ধান্ত নিতে পারে৷